সৌমিতৃষা খলনায়িকা দিয়ে ধারাবাহিকে অভিনয় শুরু করলেও এখন তিনি মিঠাই হয়ে সকলের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পেজ দেখলে মনে হবে তিনি বুঝি এখনো সিঙ্গেল। তবে কি সত্যি অভিনেত্রী সিঙ্গেল কি বলছেন অভিনেত্রী। এবার প্রথমবার সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেমের কথা বললেন এই অভিনেত্রী। তবে পোস্ট দেখে মনে হয়েছে অভিনেত্রীর পছন্দের মানুষ আছেন ঠিকই কিন্তু তাকে হয়তো সাহস করে তাকে কখনো বলে উঠতে পারেননি সৌমিতৃষা।সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষা লিখেছেন, ‘I loved you long before I had the guts to let you know’। যার বাংলা অর্থ অনেক সময়ই মনের কথা মুখে প্রকাশ করা যায় না। কার জন্য এমক্ন হয়েছে অভিনেত্রী সৌমিতৃষার মন এমন। অভিনেত্রীর মনের মানুষের নাম এখনো জানা যায়নি। তবে এই পোষ্ট দেখার পর থেকেই অভিনেত্রীর মনের মানুষ কে তা জানতে চেয়েছেন তাঁর অনুরাগীরা। কেউ লিখেছেন এই মনের মানুষ কি তাহলে সিড? আবার অনেকে ভাবছেন এবার হয়তো মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থ এবং আদৃত এর দূরত্ব তৈরি হবে? তাইজন্যই কি এমন পোস্ট করেছেন সৌমিতৃষা? অনেকে আবার সৌমিতৃষা কে বলেছেন, তিনি যেন মনের মানুষকে তাঁর কথা জানিয়ে দেন, না হলে পরে আফসোস করতে হবে। তবে অভিনেত্রীর মনের মানুষের কথা জানা না গেলেও এই পোস্ট ভাইরাল।
Mithai: সকলের সামনে নিজের ভালোবাসার কথা বললো মিঠাই
সারা বাংলার সেরা মিষ্টি মেয়ে বললে এখন একটাই নাম মাথায় আসবে। হ্যাঁ ঠিক ধরেছেন অভিনেত্রী সৌমিতৃষা থুরি মিঠাইয়ের কথা বলছি। মিঠাই এখন টানা চার মাস ধরে বেঙ্গল টপারের জায়গা ধরে…

By

আরও পড়ুন