Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Parambrata Chattopadhyay: সারাদিন কাজ করে পরমব্রত যখন বাড়ি ফেরেন, তখন অভিনেতাকে কে স্বাগত জানায়! রইলো ভিডিও

টলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাপ্রেমীদের পাশাপাশি বহু বঙ্গ ললনার বং ক্রাশও বটে। বাংলা আর হিন্দি সিনেমাতে অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনার কাজ শুরু করেছেন পরমব্রত৷ অভিনয়ের পাশাপাশি…

Avatar

By

টলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাপ্রেমীদের পাশাপাশি বহু বঙ্গ ললনার বং ক্রাশও বটে। বাংলা আর হিন্দি সিনেমাতে অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনার কাজ শুরু করেছেন পরমব্রত৷ অভিনয়ের পাশাপাশি পরিচালনায় তিনি বেশ সফল। কিছুদিন আগেই ধর্মা প্রডাকশন থেকে ডাক আসে অভিনেতার। তবে তিনি প্রযোজক করণ জোহরের প্রস্তাব ফিরিয়েছেন। কারণ তিনি দেখেন তাঁর চরিত্রে বিশেষ কিছুই করার নেই। এই ছবি ছাড়ার নির্দিষ্ট কারণ ও তিনি করণকে ব্যখ্যা করেছেন।

পরমব্রত বরাবরই চিত্রনাট্য বেছে বেছে ছবিতে অভিনয় করতে রাজি হন। টলিউড আর বলিউডে সমান তালে কাজ করে চলেছেন অভিনেতা। আর অভিনেতার কাজে জনপ্রিয়তা বেড়ে চলেছে পাশাপাশি তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা বেড়েই চলেছে। এই সময় অভিনেতা বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে বিয়োপিক ‘অভিযান’ তৈরি করেছেন অভিনেতা পরমব্রত। ছবিটি দেখানো হবে মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে। যা পরমব্রতের কাছে এক বড় পাওনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এত ব্যস্ততায় অভিনেতা সেভাবে নিজের বাড়িতে থাকতে পারেনা। তাই নিজের কাছের মানুষকে সেভাবে সময় দিতে পারেনা অভিনেতা। তবে অভিনেতাকে কাছে পেলে সেও তাকে আদরে ভরিয়ে দেয়। এবার পরমব্রত নিজেই নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করে জানালেন কে তাঁর ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে। আর তিনি বাড়ি ফিরলেই শুরু করে আদিখ্যেতা?

কি আছে সেই ভিডিয়োতে একনজরে দেখে নেওয়া যাক। পরমব্রত’র শেয়ার করা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অভিনেতা বাড়ি ফিরতেই আদর ভরা চোখ নিয়ে গায়ে প্রায় ঝাঁপিয়ে পড়েছে তাঁর পোষ্য সারমেয়। আর পোষ্যর আদরের ঠেলায় একপ্রকার অতিষ্ঠ করে তুলেছে। অভিনেতা যতই তাকে গায়ে-মাথায় হাত বুলিয়েও দিক তবু তাঁকে থামানো যাচ্ছে না। কখনও উঠে পড়ে ঘাড়ে, কখনও কাঁধে। লেজ নেড়ে, গা চেটে ভালোবাসার বহিপ্রকাশ করেই চলেছে। অভিনেতা এরপর জানান, রোজ তাঁকে এভাবেই স্বাগত জানানো হয়। এই ভিডিয়োর পরমব্রত ক্যাপশনে লিখেছেন, ‘বাড়িতে ফেরার পর স্বাগত জানানো হচ্ছে। আজ দুপুরেরই ঘটনা। বহিপ্রকাশ হয়তো একটু চরম, কিন্তু উদ্দেশ্য একেবারে খাঁটি।’ এরপর অনুরাগীরা অভিনেতাকে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

About Author