Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভোপালকে ভুলে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন ‘রানী রাসমণি’- প্রিয় নাতবৌ প্রসন্নময়ী, নিজের মুখেই জানালেন সেই কথা

'রেশম ঝাঁপি' ধারাবাহিকে প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য। নেগেটিভ দিয়ে শুরু হলেও এখম তাঁকে পজিটিভ চরিত্রে দেখা গিয়েছে। এরপর 'শুভদৃষ্টি'তেও পার্শ্বচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এখন 'রাণী…

Avatar

By

‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকে প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য। নেগেটিভ দিয়ে শুরু হলেও এখম তাঁকে পজিটিভ চরিত্রে দেখা গিয়েছে। এরপর ‘শুভদৃষ্টি’তেও পার্শ্বচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এখন ‘রাণী রাসমণি’র ধারাবাহিকে প্রসন্নের ভূমিকায় আছেন তিনি। নেগেটিভ রোল হোক কিংবা সাদাসিদা সাধারণ গৃহিনীর চরিত্র, প্রতিটি চরিত্রে সাবলীল ভাবে অভিনয় করেন অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি চুটিয়ে ফটোশ্যুট করেন অভিনেত্রী। করুণাময়ী রাসমনি ধারাবাহিকে অভিনেত্রীকে সাদাসিধা সাজে দেখা গেলেও আসলে অত সাদাসিধা নন বরং বোল্ড রুপে ধরা দেন অভিনেত্রী। এই মুহূর্তে তিনি নিজের সোশ্যাল মিডিয়ার পেজে যথেষ্ট সক্রিয়। প্রায়ই তাঁকে ইন্সটাগ্রাম রিল বা ছবি শেয়ার করতে দেখা যায়। কিন্তু সম্প্রতি তাঁকে বিয়ের পোশাকে দেখে গেল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রী চুটিয়ে প্রেম করছেন তা তাঁর ইন্সটাগ্রাম পেজ খুললেই বোঝা যায়। তাহলে কি নেটিজেনদের ফাঁকি দিয়ে নিজের প্রেমিকের সাথে চুপি চুপি বিয়ে করে নিলেন সোমাশ্রী। না অভিনেত্রী এখনই নিজের মনের মানুষের সাথে বিয়ে করে ঘর৷ বাঁধেননি। বরং তিনি নিজের অভিনয়ের কাজে মন দিয়েছেন।

তিনি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে কনে বৌয়ের সাজে এলেও তা পুরোপুরি অভিনয়ের জন্য। অভিনেত্রীকে খুব শীঘ্রই অন্য চরিত্রে অভিনয় করবেন। তিনি খুব শীঘ্রই আকাশ আট চ্যানেলে নতুন ধারাবাহিক ‘ইকির মিকির’ এ লিড চরিত্রে অভিনয় করছেন। আর এই ধারাবাহিক খুব শীঘ্রই সম্প্রচার হবে। এই ধারাবাহিকে অভিনেত্রীকে বিবাহ পর্বের শুটিংয়ে কনের সাজে দেখা গেছে। তব্র শাড়ি পড়ে নয়, হট প্যান্ট আর গোলাপি ক্রপ টপ মাথায় মুকুট আর গলায় মালা পড়ে। এই ধারাবাহিকে অভিনেত্রীকে বেশ দুষ্টু মিষ্টি চরিত্রে দেখা যাবে। আপাতত সেই ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়াতে।

এখন তিনি বিয়ে না করলেও তিনি মন দিয়ে প্রেম করছেন। অবশ্য তিনি কেন এখন বিয়ে করছেননা তাও জানিয়েছেন। আসল করোনা পরিস্থিতির জন্য এখনই বিয়ে করছেননা। তবে সোমাশ্রী জানিয়েছেন, আগামী বছর করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তিনি নিজের মনের মানুষের সাথে সাতপাকে বাঁধা পড়বেন। তবে আগামী বছরে কোন মাসে বিয়ে করবেন তা জানা যায়নি। এখন তিনি নিজের নতুন ধারাবাহিকে ফোকাস রাখছেন। অভিনেত্রীর নতুন সফরে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক নেটবাসীরা।

About Author