Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Aparajita Adhya: অপরাজিতা আঢ্যর পরিবারে এল নতুন সদস্য! নতুন পথ চলা শুরু অভিনেত্রীর

বলিউড টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন এই বঙ্গতনয়া। ইনি আর কেউ নন সকলের প্রিয় অপা দি৷ নিজের সুদক্ষ অভিনয় বহু সিনেমাপ্রেমীর মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পরিচালক…

Avatar

By

বলিউড টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন এই বঙ্গতনয়া। ইনি আর কেউ নন সকলের প্রিয় অপা দি৷ নিজের সুদক্ষ অভিনয় বহু সিনেমাপ্রেমীর মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পরিচালক ঋতুপর্ণ ঘোষ থেকে শিবপ্রসাদ সব পরিচালকদের প্রথম চয়েস ছিল প্রিয় অপা। অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রীর নাচের প্রতিও তার বিশেষ ভালোবাসা রয়েছে। নিজের একটি নাচের স্কুল আছে আর সেখানে প্রতিটি ছাত্র ছাত্রীদের নিজের সন্তানের মতো নাচের তালিম দেন অভিনেত্রী।

এই অভিনেত্রীর অভিনয় ছাড়াও নিজের জীবনের নানান অধ্যায় অনেকটা খোলা খাতার মতো। আনন্দ হোক কিংবা মন খারাপ সব কিছু নিজের ভালোবাসার অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে প্রায়শই নানান ছবি আর ভিডিও শেয়ার করে থাকেন। এবার তিনি নিজের পরিবারে এক নতুন সদস্যকে স্বাগত জানালেন । আর সেই নতুন সদস্যের সাথে সোশ্যাল ওয়ালের সকল অনুগামীদের পরিচয় করালেন খোদ অপরাজিতা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

না কোনো পোষ্য নয়, সম্প্রতি সকলের প্রিয় অপাদি নিজের বাড়িতে নিয়ে এসেছে এক নতুন গাড়ি। সদ্য তিনি নতুন একটি গাড়ি কিনলেন। আর দোকানেই স্বামীকে সঙ্গে নিয়ে নতুন সদস্যের সাথে একটি ছবি তুললেন। আর সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। আর এই ছবির নীচে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিউ জার্নি উইথ নিউ কার। এই নতুন পথ চলায় সকলে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।’ এরপরেই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অনুগামীরা।

আসল ব্যপার হল চলতি মাস অর্থাৎ আগস্ট মাস অপরাজিতার কাছে একটি বিশেষ একটি মাস। কারণ ২৪ বছর আগে এই মাসে নিজের মনের মানুষকে বিয়ে করেছিলেন তিনি। তিনি নিজের স্বামীকে কতটা ভালোবাসেন তা সকলেরই জানা৷ অনেকেই জানেনবেশ অল্প বয়সেই বিয়ে করেছিলেন। অভিনেত্রীর বেড়ে ওঠা পুরোটাই শ্বশুরবাড়িতে। অভিনেত্রীর স্বামীর জন্যই তিনি আজ সফল অভিনেত্রী হতে পেরেছেন। তাঁর শাশুড়ি মা তাঁকে আজও মেয়ের মতোই আগলে আর স্নেহ করেন। করোনা পরিস্থিতির জন্য বাড়ির সদস্য আর কাছের মানুষদের নিয়ে এই বিশেষ দিন উদযাপন করতে চান। আর বিশেষ দিন আসার আগেই বাড়িতে নিয়ে এলেন নতুন সসস্যকে।

About Author