Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এখনো জলের তলায় একাধিক স্টেশন, বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করল পূর্ব রেলওয়ে

বাংলায় এবারে বৃষ্টির পরিমাণ কার্যত মাত্রাতিরিক্ত। এরকম অবস্থায় যখন সারা জায়গায় জল জমে আছে সেজন্যেই এবারে শুরু হলো রেলের সমস্যা। আজকেই সকালে দেখা যায় এখনো পর্যন্ত হাওড়া রেল ইয়ার্ড এ…

Avatar

By

বাংলায় এবারে বৃষ্টির পরিমাণ কার্যত মাত্রাতিরিক্ত। এরকম অবস্থায় যখন সারা জায়গায় জল জমে আছে সেজন্যেই এবারে শুরু হলো রেলের সমস্যা। আজকেই সকালে দেখা যায় এখনো পর্যন্ত হাওড়া রেল ইয়ার্ড এ প্রায় হাঁটু সমান জল জমে আছে। তাই কার্যত এই স্টেশন থেকে বেশ কিছু ট্রেনের চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে। একই অবস্থা কলকাতা এবং শিয়ালদহ স্টেশনেও।

গত সপ্তাহ থেকেই একই অবস্থায় ভুগছে কলকাতা এবং হাওড়া স্টেশন। বারবার বৃষ্টি হওয়ার কারণে কার্যত পরিষেবা ব্যাহত হয় হাওড়া রেল স্টেশনে। সেখানে রেল ইয়ার্ড এর বেশ কিছু এলাকা জলের তলায় চলে যায়। কিন্তু তারপর আবারো বুধবার বৃষ্টির কারণে জলের নিচে এখনো আছে হাওড়া স্টেশনের একাংশ। এর ফলে হাওড়া এবং শিয়ালদা স্টেশনের নিকাশি ব্যবস্থার কঙ্কালসার চেহারা সকলের সামনে। কিন্তু, এই বিষয়টি নিয়ে বর্তমানে দায় ঠেলাঠেলি শুরু করেছে পূর্ব রেলওয়ে এবং হাওড়া পুরনিগম কর্তৃপক্ষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রেল দাবি করছে রেলের নিজস্ব নিকাশি ব্যবস্থা রয়েছে, এবং তাদের নিজস্ব মালিকানার মধ্যে পড়ে সেই ব্যবস্থা। তবে রেলের নর্দমা থেকে জল বেরিয়ে গিয়ে যেখানে পড়ে সেই জায়গা গুলি পরিষ্কার করা হয় না। এই কারনে জল বের হতে পারছে না। সেই নর্দমা নিয়মিত পরিষ্কার হয়ে গেলে জল বেরিয়ে যেতে বলেও দাবি করেছে রেল কর্তৃপক্ষ। পুরনিগম দাবি করছে, সমস্ত নর্দমা ভালোভাবে প্রত্যেকদিন পরিষ্কার করা হয়, রেলের গাফিলতিতে এই সমস্যা হয়েছে আর কিছু না। তবে যাই হোক না কেন, রেল এবং হাওড়ার পুরনিগমের এই টানাটানির মধ্যে বর্তমানে হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং কলকাতা স্টেশনের বেশকিছু ট্রেন আবার শিয়ালদা থেকে ছাড়ছে।

চলুন দেখে নেওয়া যাক বৃহস্পতিবার কোন ট্রেনের টাইমিং পরিবর্তন হলো এবং কোন ট্রেন বাতিল হল।

বাতিল হওয়ার ট্রেন –

১) ০৩১১৩ কলকাতা-লালগোলা স্পেশাল।

২) ০৩১১৩ লালগোলা-কলকাতা স্পেশাল।

৩) ০৩০১৫ হাওড়া-ভাগলপুর স্পেশাল।

৪) ০৩০১৬ ভাগলপুর-হাওড়া স্পেশাল।

৫) ০৩০১৬ ভাগলপুর-হাওড়া স্পেশাল (এই ট্রেনটি শুক্রবারও বাতিল হয়েছে)

পাশাপাশি, আজকে তিনটি এমন ট্রেন রয়েছে যেগুলো কলকাতা স্টেশন এর পরিবর্তে শিয়ালদা স্টেশন থেকে ছাড়া হবে। এই ট্রেনের তালিকা, ০৩১৫১ আপ কলকাতা-তাওয়াই স্পেশাল, ০৯৬০৭ আপ কলকাতা-মাদার জংশন স্পেশাল এবং ০২২৬১ আপ কলকাতা-হলদিবাড়ি স্পেশাল।

About Author