Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ের আগে ফোন ব্যবহার করলে দিতে হবে জরিমানা! জানালো ভারতের এই গ্রাম

বিয়ের আগে মেয়েদের হাতে মোবাইল দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে গুজরাতের বানাসকান্থার দান্তিওয়ারা গ্রামপঞ্চয়েত। এই বিষয়ে স্থানীয় একটি গ্রামে সভার আয়োজন করে কাথোর সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা। সেই সভাতে বলা হয়, কাথোর…

Avatar

বিয়ের আগে মেয়েদের হাতে মোবাইল দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে গুজরাতের বানাসকান্থার দান্তিওয়ারা গ্রামপঞ্চয়েত। এই বিষয়ে স্থানীয় একটি গ্রামে সভার আয়োজন করে কাথোর সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা। সেই সভাতে বলা হয়, কাথোর সম্প্রদায়ের কোন মেয়ে বিয়ের আগে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। যদি কোন মেয়ের হাতে ফোন দেখা যায়, তবে মেয়ের অপরাধের সাজা হিসাবে দেড় লক্ষ টাকা জরিমানা দিতে হবে তার বাবাকে। শুধু তাই নয়, বিয়েতে খরচ কমানোর জন্য দামি বাজি পোড়ানো, এমনকি কোনরকম ডিজে পার্টির আয়োজনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

About Author