Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারী বর্ষণের কারণে হাওড়া স্টেশনে বাতিল হল ১০টি গুরুত্বপূর্ণ ট্রেন, দেখুন তালিকা

বৃহস্পতিবার থেকে কার্যত টানা বৃষ্টিতে জলমগ্ন অবস্থা হাওড়া এবং তার পার্শ্ববর্তী এলাকায়। ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে বেশকিছু ট্রেন লাইন। ফলে, এবারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করতে বাধ্য হল…

Avatar

By

বৃহস্পতিবার থেকে কার্যত টানা বৃষ্টিতে জলমগ্ন অবস্থা হাওড়া এবং তার পার্শ্ববর্তী এলাকায়। ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে বেশকিছু ট্রেন লাইন। ফলে, এবারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করতে বাধ্য হল দক্ষিণ পূর্ব রেলওয়ে।পূর্ব রেলওয়ে তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ” হাওড়া স্টেশন সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে যাওয়ার কারণে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন বর্তমানে বন্ধ থাকবে। এই ট্রেন গুলি পূর্ব মধ্য রেলের কিছু কিছু স্টেশনের মধ্যে দিয়ে যেত অথবা কিছু স্টেশন থেকে ছাড়তো। যেহেতু অত্যধিক বর্ষণের কারণে হাওড়া স্টেশন জলমগ্ন তাই এই সমস্ত ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলওয়ে তরফ থেকে। ”তালিকা –1. 02339 হাওড়া – ধানবাদ স্পেশাল2. 03387 হাওড়া – ধানবাদ স্টেশন3. 02351 হাওড়া – রাজেন্দ্রনগর স্পেশাল4. 02333 হাওড়া – প্রয়াগরাজ রামবাঘ স্পেশাল5. 03009 হাওড়া – যোগা নগরী ঋষিকেশ স্পেশাল6. 03020 কাঠগোদাম – হাওড়া স্পেশাল7. 02334 প্রয়াগরাজ রামবাঘ – হাওড়া স্পেশাল (২ আগস্ট )8. 02340 ধানবাদ – হাওড়া স্পেশাল (১ ও ২ আগস্ট )9. 03010 যোগা নগরী ঋষিকেশ – হাওড়া স্পেশাল10. 02324 বারমের – হাওড়া স্পেশাল ( ৪ আগস্ট)দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কিছুটা কমলেও এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে কিছু জেলায় এখনো পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাব রয়েছে। তার পাশাপাশি, রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায়। কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এক দুই পশলা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলায়। উত্তরবঙ্গের একেবারে উত্তরের এই পাঁচটি জেলায় প্রবল ঝড় বৃষ্টিতে ধ্বস নামার সম্ভাবনাও রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কাছাকাছি একটি জায়গায়। সেখানে গিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ অতিক্রম করে এই নিম্নচাপ অক্ষরেখা পৌছবে দক্ষিণ বিহারে এবং ঝাড়খন্ড। এই কারণেই বর্তমানে এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে।
About Author