আগস্ট মাসে টানা ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক। এই মাসে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের ছুটির দিন রয়েছে। সমস্ত জায়গা ছুটির দিন মিলিয়ে দেখা যাচ্ছে আগস্ট মাসে একদিন দুদিন নয় বরং ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক। তবে সব জায়গায় একদিনে ব্যাংক বন্ধ থাকবে না। তালিকা অনুযায়ী দেখে নিন আপনার বাড়ির এলাকায় কোন দিন ব্যাংক বন্ধ থাকবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে জারি করা একটি ছুটির তালিকা দেখা যাচ্ছে আগস্ট মাসের সব থেকে বেশি ছুটি থাকবে কেরলের কোচি এবং তিরুবনন্তপুরমে। সেখানে ২০ থেকে ২৩ আগস্টের মধ্যে তিনখানা ছুটি রয়েছে। প্রথম দিন অর্থাৎ ২০ আগস্ট মহরম অথবা ওনামের প্রথম দিন এবং সেই কারণে ছুটি। পরেরদিন রয়েছে তিরুবনাম। আর ২৩ তারিখ পালিত হবে শ্রী নারায়ণ গুরু জয়ন্তী। এই কারণেই ছুটি থাকছে কেরলে। এছাড়াও পেট্রিয়ট ডে, জন্মাষ্টমী, মহরম, পার্সি নববর্ষ, সহ একাধিক অনুষ্ঠানের জন্য দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কারণে থাকছে ছুটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন প্রান্তে কোন কোন দিন থাকবে ছুটি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রথমে আসা যাক সাপ্তাহিক ছুটির ব্যাপারে। এই মাসে ১, ৮, ২২, ২৯ আগস্ট রবিবারের জন্য ছুটি থাকবে। ১৪ আগস্ট ছুটি থাকবে দ্বিতীয় শনিবারের জন্য এবং ২৮ আগস্ট ছুটি থাকবে চতুর্থ শনিবারের জন্য। ১৫ আগস্ট ছুটি থাকবে স্বাধীনতা দিবসের জন্য কিন্তু এই দিনটা রবিবার পড়েছে।
বিশেষ ছুটি –
১. ১৩ আগস্ট – এই দিন ছুটি থাকবে ইম্ফলে।২. ১৬ আগস্ট – মুম্বাই বেলাপুর এবং নাগপুর
৩. ১৯ আগস্ট – লখনৌ, কলকাতা, মুম্বাই, নাগপুর, আগরতলা, আমেদাবাদ, হায়দ্রাবাদ, জম্মু, কানপুর, জয়পুর, ভোপাল, নয়াদিল্লি, শ্রীনগর, পাটনা, রায়পুর এবং রাঁচি।
৪. ২০ আগস্ট – বেঙ্গালুরু, কোচি, চেন্নাই এবং তিরুবনন্তপুরম।
৫. ২১ আগস্ট – কোচি এবং তিরুবনন্তপুরম
৬. ২৩ আগস্ট – কোচি এবং তিরুবনন্তপুরম।
৭. ৩০ আগস্ট – চন্ডিগড়, চেন্নাই, গ্যাংটক, জয়পুর, জম্মু, শ্রীনগর, কানপুর, লখনৌ, দেরাদুন, আমেদাবাদ, রায়পুর, রাচি, শিলং এবং সিমলা।
৮. ৩১ আগস্ট – হায়দ্রাবাদ