Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mimi Chakraborty: ভালোবাসার কথা জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! রইল ভিডিও

দিন কতক আগে সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজনৈতিক কাজের জন্য সামনের বেশ কিছু দিন তিনি এখন দিল্লিতেই থাকবেন। কাজের…

Avatar

By

দিন কতক আগে সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজনৈতিক কাজের জন্য সামনের বেশ কিছু দিন তিনি এখন দিল্লিতেই থাকবেন। কাজের পাশাপাশি দিল্লি শহরটাও ঘুরে নিচ্ছেন মিমি। হ্যাঁ সকলেই জানেন মিমি চক্রবর্তী ঘুরতে খুবই ভালোবাসেন। তাঁর পায়ের তলায় রয়েছে সরষে। কোথাও কাজে গেলে নিজের চারপাশটা ঘুরে দেখা অভিনেত্রীর স্বভাব। তাই কাজের ফাঁক পেতেই একটু বেরু বেরু করছেন অভিনেত্রী-সাংসদ। বৃহস্পতিবার সেই ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে দিল্লিতে থাকলেও নিজের প্রিয় শহরকে খুব মিস করছেন। তাই তো রবিবার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজের শহর তিলোত্তমায় কাটানো কিছু মুহূর্ত কোলাজ করে শেয়ার করলেন। ক্যপশানে লিখলেন, ‘আমি তোমাকে ভালবাসি কলকাতা…’। এই ভিডিয়োতে মিমিকে দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন স্থানে হেঁটে বেড়াচ্ছেন । কখনও ভিক্টোরিয়া তো কখনও ঠিক উল্টোদিকের সুবজ ময়দান, কখনও ক্যাথিড্রাল চার্চ আবার কখনও প্রিন্সেপ ঘাট। অভিনেত্রীর পরনে ছিল হালকা বেগুনি রঙের ফুলহাতা সোয়েটশার্ট ও ব্ল্যাক শর্টস। পায়ে স্পোর্টস জুতো।

এই ভিডিয়ো দেখে মনে হচ্ছে সকালে শহরের নানান জায়গায় হাঁটতে বেরিয়েছিলেন তিনি। তবে অভিনেত্রীর মুখে ছিল না কোনো মাস্ক। অভিনেত্রী কতটা বুদ্ধিমতী সকলেই জানেন তাই এই ভিডিয়োর ক্যাপশনে মিমি লেখেন, ‘পুনশ্চ: শুটিংয়ের সময়েই শুধু মাস্ক খুলে ফেলা হয়েছিল।’ যাতে কেউ অভিনেত্রীকে ট্রোলড করতে না পারে। তবে এই ভিডিও দেখে একটা জিনিস সকলেই বুঝতে পারলো মিমির মন জুড়ে রয়েছে শহর কলকাতা।

যতই কলকাতার বাইরে থাকলে তাঁর মনের মধ্যে রয়েছে ‘সিটি অফ জয়’। তিনি যেখানেই যান না কেন কলকাতাকে এতটুকুও হারিয়ে ফেলেননি কখনও। নিজের মনের সাথে ফোনেও কলকাতার কিছু সুন্দর মুহূর্ত গেঁথে রেখেছে। শুধু আজ নয় গত কয়েক দিন  ধরে কলকাতার বহু জায়গার ছবি দিয়ে চলেছেন সাংসদ-অভিনেত্রী। কয়েকদিন আগে ভিক্টোরিয়ার সামনে সবুজ মাঠে বুক ভরে নিশ্বাস নেওয়ার এক সুন্দর ছবি শেয়ার করেছিলেন মিমি। যা বেশ ভালোই ভাইরাল হয়।

About Author