Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ১১ জেলায় ঝেপে বৃষ্টি

কয়েকদিন রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকার পরে আবারও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জন্য। আলিপুর আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে একটি গভীর নিম্নচাপ যার কারণে পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় আগামী…

Avatar

By

কয়েকদিন রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকার পরে আবারও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জন্য। আলিপুর আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে একটি গভীর নিম্নচাপ যার কারণে পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার এই নিম্নচাপের পরোক্ষ প্রভাব এর কারণে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে যা আগামী শুক্রবার অব্দি চলবে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়, প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে অনেকটা বেশি যার কারণে ঘর্মাক্ত পরিবেশের সম্ভাবনা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বহু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু এলাকায় যেমন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝারগ্রাম, কলকাতা, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে শুক্রবার উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে।

কিন্তু পশ্চিমবঙ্গের জন্য সবথেকে চিন্তার বিষয় হল তেইশে জুলাই এর নিম্নচাপ। উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে ২৩শে জুলাই একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগরের উপরে ২৬শে জুলাই বাংলাদেশের দিকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দুটো নিম্নচাপ যদি একই সাথে আসে, তাহলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই মরশুমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই কারণবশত আগামী ২৩শে জুলাই এর মধ্যে সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে, মৎস্যজীবীদের জন্য যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। অর্থাৎ বলাই বাহুল্য, জোড়া নিম্নচাপের কারণে শ্রাবণ মাসের প্রথম বৃষ্টিতে বেশ ভালোভাবেই ভিজতে চলেছে তিলোত্তমা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য বেশকিছু জেলা।

About Author