Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মালিক চেয়েছিল কোটি টাকা, ইদের আগে ছাগলের দাম উঠল ৫১ লক্ষ টাকা

বুধবার অনুষ্ঠিত হতে চলেছে মুসলিমদের অন্যতম বড় উৎসব বকরি ঈদ। তার প্রাক্কালে বর্তমানে চলতে ছাগলের কেনাবেচা। ১৫,০০০ কিংবা ২০ হাজার টাকায় এক একটি ছাগল বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু সম্প্রতি…

Avatar

By

বুধবার অনুষ্ঠিত হতে চলেছে মুসলিমদের অন্যতম বড় উৎসব বকরি ঈদ। তার প্রাক্কালে বর্তমানে চলতে ছাগলের কেনাবেচা। ১৫,০০০ কিংবা ২০ হাজার টাকায় এক একটি ছাগল বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু সম্প্রতি একটি ছাগলের ব্যাপারে জানা গেল যার দাম এক কোটি টাকা। বকরি ঈদের আগে মহারাষ্ট্রের বুলধনা জেলার একজন ছাগল ব্যবসায়ী তার ছাগলের দাম রাখলেন এক কোটি টাকা। একজন খদ্দেরও তিনি পেয়ে গেলেন তিনি ৫১ লক্ষ টাকা পর্যন্ত দাম দিতে রাজি ছিলেন ওই ছাগলটির জন্য। কিন্তু, এত টাকাও পোষালো না ওই ছাগল ব্যবসায়ীর।

কিন্তু এত টাকা দাম কেন ওই ছাগল টির? জানা গিয়েছে জন্ম থেকে ওই ছাগলের শরীরের বেশ কিছু চিহ্ন এমন রয়েছে যেগুলি তাকে একেবারে অন্যান্য ছাগলের থেকে আলাদা করে দেয়। সেই চিহ্নগুলি থাকার কারণেই এই ছাগলের এত দাম। কুরবানী ঈদের আগে আজমীর থেকে মহারাষ্ট্রে এসে ছাগল বিক্রি করছিলেন গোপালরাও সোহেল এবং তার ছেলে কপিল। অন্যান্য বেশকিছু ছাগল থাকলেও তাদের প্রধান ছাগলটি ছিল হচ্ছে গিয়ে তাদের প্রিয় টাইগার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টাইগার ছাগলটিকে বিক্রির দাম তিনি ধার্য করেছিলেন ১ কোটি ৭৮৬ টাকা। কিন্তু, একজন ক্রেতা ছাগলটির জন্য সর্বাধিক ৫১ লক্ষ টাকা দাম দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু এত কম দামে তার প্রানের প্রিয় টাইগার কে বিক্রি করে দিতে প্রস্তুত ছিলেন না ওই বিক্রেতা। অগত্যা তিনি তার ছাগল ফিরিয়ে নিয়ে বাড়ি চলে গেলেন। ওই বিক্রেতা জানালেন, প্রথম থেকে তিনি তার টাইগার এর গুরুত্ব কোন ভাবেই বুঝতে পারেননি। তার কাছে ওই ছাগলটি ছিল আর পাঁচটা সাধারণ ছাগলের মতই।

কিন্তু, পরে এক মৌলানার কাছ থেকে তিনি এই ছাগলের বিশেষত্ব বুঝতে পারেন। তিনি তাকে জানান, আরবিক ভাষায় আল্লাহ লিখলে যে রকম দেখতে লাগে সে রকম কিছু চিহ্ন রয়েছে ওই ছাগলের গায়ে। এই কারণে কুরবানী ঈদের আগে টাইগারের এত দাম। বকরি ঈদের জন্য টাইগার ছাড়া তিনি আরও ৩০টি ছাগল বিক্রি করার জন্য মহারাষ্ট্র এসেছিলেন। সেগুলিকে তিনি চড়া দামে বিক্রি করে মোটামুটি ৪৫ হাজার টাকা লাভ রাখছেন। কিন্তু তার আফসোস, এবারের কুরবানির ঈদে তার প্রিয় টাইগার বিক্রি হলো না। যদি টাইগার ছাগলটি বিক্রি হতো তাহলে তার লাভের অংক অনেকটাই বেড়ে যেত। কিন্তু, এত কম দামে নিজের সবথেকে স্পেশাল ছাগলটি বিক্রি করবেন এরকম মানসিকতাও তার নেই। এই কারণেই অগত্যা তাঁর ছাগল নিয়ে আবারো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন গোপাল রাও সোহেল।

About Author