করোনাভাইরাস এরপর এবারে আরো একটি ভাইরাসের প্রকোপ শুরু হল চিনে। বেইজিং শহরের একজন পশু চিকিৎসক এক বানরের প্রজাতি থেকে একটি বিশেষ ধরনেরভাইরাস আবিষ্কার করেছেন। এই ভাইরাসটি করোনাভাইরাস এর মতই মারণ ভাইরাস। ভাইরাসটির নাম দেওয়া হয়েছে মাংকি বি ভাইরাস এবং এই ভাইরাসের জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
যদিও গ্লোবাল টাইমে তরফে জানানো হয়েছে আক্রান্ত চিকিৎসকের আশেপাশে যারা এসেছিলেন তারা এখনো পর্যন্ত সুস্থ রয়েছেন। তবে, এই ভাইরাসটি কে নিয়ে এখনই কোন মন্তব্য করতে চাইছে না বিশেষজ্ঞ সংস্থাগুলি। জানা যাচ্ছে এই বছর মার্চ মাসে দুটি মৃত বানরের দেহে ডিসেকশন প্রক্রিয়া চালিয়েছিলেন ওই চিকিৎসক। সেখান থেকেই, মনে করা হচ্ছে তার দেহে ওই মাংকি বি ভাইরাসের আক্রমণ হয়েছিল। ভাইরাস আক্রান্ত হবার পরে তার দেহে বমির মতো উপসর্গ দেখা গিয়েছিল। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং ২৭ মে ওই পশু চিকিৎসকের মৃত্যু হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযদিও এর আগে মাংকি বি ভাইরাস চিনে পাওয়া গিয়েছিল কিন্তু এই প্রথম এই ভাইরাসে কারো মৃত্যু হল বলে জানা যাচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সময় চিকিৎসকরা ওই ডাক্তারের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পরীক্ষা করে এই বিশেষ ভাইরাসের সন্ধান পেয়েছিলেন। কিন্তু সব থেকে চিন্তার বিষয়টি হলো গবেষকরা জানিয়েছেন এই ভাইরাস সরাসরি সংস্পর্শে সংক্রামিত হতে পারে। এই ভাইরাসের প্রভাবে ৭০ থেকে ৮০ শতাংশ মৃত্যু ঘটতে পারে। করোনা ভাইরাসের পরে এবারে এই মারণ ভাইরাসের আক্রমণে রীতিমতো শঙ্কিত সাধারণ মানুষ।