Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ena Saha: বডি শেমিং-এর যোগ্য জবাব দিলেন এনা! সুইমস্যুটে পারদ চড়ালেন অভিনেত্রী

টলিপাড়ার মিষ্টি মেয়ে এনা জেনিফার সাহা। তিনি এখন শুধু অভিনেত্রী নন প্রযোজকও বটে। গত বছরেই এনার প্রযোজনায় মুক্তি পেয়েছে এসওএস কলকাতা। আর এই ছবি বেশ জনপ্রিয় হয়। অবশ্য, এনা নিজের…

Avatar

By

টলিপাড়ার মিষ্টি মেয়ে এনা জেনিফার সাহা। তিনি এখন শুধু অভিনেত্রী নন প্রযোজকও বটে। গত বছরেই এনার প্রযোজনায় মুক্তি পেয়েছে এসওএস কলকাতা। আর এই ছবি বেশ জনপ্রিয় হয়। অবশ্য, এনা নিজের কেরিয়ার শুরু করেন ধারাবাহিক দিয়ে। ‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কও’, ‘মা’, ‘বাঁধন’ , ‘সংসার সুখের হয় রমনীর গুণে’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ র মতন ধারাবাহিকে দেখা গিয়েছে এনা সাহাকে। এছাড়াও বড় পর্দায় এনা অভিনয় করেছেন ‘আমি আদু’, ‘বোঝে না সে বোঝে না’, ‘রাজকাহিনী’, ‘লঙ্কা’,’ভূত চতুর্দশী’, ‘হ্যাকার’ ‘বক্সার’ ‘এর মতন সিনেতে।

তবে এনাকে এখন ধারাবাহিক আর সিনেমাতে সেভাবে অভিনয় করতে দেখা যায়না। তবে ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করছেন এনা। সম্প্রতি ‘বন্য প্রেমের গল্প সিজন ২’ মুক্তি পায় হইচইতে। তবে অন্য নায়িকাদের মতো সোশ্যাল মিডিয়াতে তেমন অ্যাক্টিভ নন এনা। অথচ এনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ভাবে বডি শেমিং হচ্ছে। কিছুদিন আগেই এনা বলিউড স্টারের মতো লিপ সার্জারি করান। তাই নিয়ে কেউ বলছেন, “ঠোঁটে কি তোমায় বোলতা কামড়েছে? ওরোম ফুলে গেছে কেন? আবার অনেকে এনার শারিরীক গঠন নিয়েও নানান কটুক্তি করতে ছাড়েননি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এনা নিজেকে নিয়ে বেশ কনফিডেন্ট। সম্প্রতি এক ফোটোশ্যুটে তার বিরুদ্ধে সরব হন তিনি। অভিনেত্রী এনা সাহা। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বোল্ড লুকে হাতে প্ল্যাকার্ড নিয়ে পোস্ট করেছেন একাধিক ছবি ও ভিডিও। এবং তাতে লেখা – ‘আমি আত্মবিশ্বাসী! বডি শেমিং বন্ধ হোক। নিজেকে নিয়ে কতটা আত্মবিশ্বাসী তা প্রমাণ হয়ে গিয়েছে।

এবার সুইমস্যুট পরে সাহসী ফোটোশ্যুটে ধরা দিলেন তিনি। এনার শেয়ার ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের বডি স্যুট পরে রয়েছেন এনা। সেই পোশাকেও একই রকম আত্মবিশ্বাসী তিনি। সঙ্গে ওয়েট লুক হেয়ার। অনেকে এই ছবি দেখে প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট। অভিনেত্রীর এই উষ্ণময়ী ছবিতে লাইকের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

About Author