এতদিন পর্যন্ত আপনারা সবাই চার পায়ে ছাগল দেখেছেন। কিন্তু এবারে দেখা মিলল একটি আট পা যুক্ত ছাগলের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয়। একটি ছাগল এদিন একটি বাচ্চার জন্ম দিয়েছে যার ৮টি পা আছে এবং ২টি পাছা আছে।
এই ছাগলটি জন্মেছে বনগাঁর সরস্বতি মন্ডলের বাড়িতে। তার বাড়িতে একাধিক ছাগল, গরু ইত্যাদি গবাদিপশু রয়েছে। বৃহস্পতিবার সকালেই এমন একটি ছাগল তার দুটি ছাগলছানা কে জন্ম দেয়। কিন্তু তার মধ্যে একটি ছাগল ছানার আটটি পা এবং দুটি পাছা ছিল। ঘটনাটি দেখে রীতিমতো শিউরে ওঠেন সরস্বতী দেবী। যদিও জন্মের কিছু মিনিটের মধ্যেই ওই ৮পা যুক্ত ছাগলছানা টি মারা যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিন্তু ওই ছাগলছানা কে দেখতে সরস্বতী মন্ডল এর বাড়িতে সকলে চলে আসেন। এসে উপস্থিত হয় বেশ কিছু মিডিয়া। এটি মিডিয়া সাক্ষাৎকার দেবার সময় সরস্বতী মন্ডল তার অভিজ্ঞতার কথা জানান।
তিনি জানিয়েছেন, ” আমি এই প্রথমবার এমন একটি ছাগল ছানা দেখলাম যার ৮টি পা আছে। জন্মের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ওই ছাগল ছানাটি মারা গেছে। যদিও ছাগল এবং তার অন্য আরেকটি সন্তান সুস্থ আছে। “