Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুত্র সন্তানের জন্ম দিলেন দিয়া! জটিল সমস্যার জেরে সময়ের আগেই হয়েছে ছোট্ট অভ্যান

মা হলেন অভিনেত্রী দিয়া মির্জা। তবে আজ নয়। দুমাস আগে মা হয়েছেন। ১৪ই মে দিয়ার আর ভৈরব রেখীর জীবনে আসে এই ছোট্ট সদস্য। ছেলের জন্মের দুমাস পর বুধবার সকালে সোশ্যাল…

Avatar

By

মা হলেন অভিনেত্রী দিয়া মির্জা। তবে আজ নয়। দুমাস আগে মা হয়েছেন। ১৪ই মে দিয়ার আর ভৈরব রেখীর জীবনে আসে এই ছোট্ট সদস্য। ছেলের জন্মের দুমাস পর বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানালেন দিয়া।

তবে ভাবছেন তো দুমাস আগে এই সুখবরটি ভাগ করেননি দিয়া আর ভৈরব। আসলে দিয়ার সময়ের আগেই ছেলের জন্ম দেন। দিয়ার কিছু শারীরিক কমপ্লিকেশন দেখা দেওয়ায় ইমার্জেন্সি সি-সেকশন করতে হয় দিয়া মির্জার। প্রি-ম্যাচিওর বেবি হওয়ায় গত দু মাস ছোট্ট একরত্তিকে রাখতে হয়েছিল নিওনেটাল আইসিইউ-তে। হাসপাতালের নবজাতক আইসিইউতে নার্স ও চিকিৎসকদের অক্লান্ত যত্নে রাখা হয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দিয়া আরো জানান,”গর্ভাবস্থায় হঠাৎ অস্ত্রোপচার এবং এর পরে খুব মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে সেপসিস হওয়ার সম্ভাবনা ছিল, যা থেকে প্রাণঘাতীও হতে পারতো। আরো বলেন সকল চিকিৎসকেদের সময়োপযোগী যত্ন নিয়ে জরুরি সি-সেকশনের মাধ্যমে তাঁদের শিশুর নিরাপদ জন্ম নিশ্চিত করেছেন বলে।”এই দম্পতি ছেলেকে ভালোবেসে নাম রেখেছেন অভ্যান আজাদ রেখি।

ছোট্ট ছেলের ছোট্ট হাত ধরে থাকা একটি ছবি পোস্ট করে দিয়া লেখেন, ‘এই ছোট্ট মানুষটা যখন দেখি বিষ্ময়ে ভরে যায় মন। ওর থেকেই শিখি এই বিশাল দুনিয়ার নিয়মকে ভরসা করা, অভিভাবক হওয়ার অনুভূতিকে কুর্নিশ জানাই। বিনয়ী হওয়াও ওই আমাদের প্রতি মুহূর্তে শেখাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ছোট্ট অভ্যানকে কোলে নেওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন ওর দাদু-দিদা এবং বড়দিদি। দ্রুত ও সবার কাছে বাড়ি ফিরবে।

নিজের সকল অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন,অনেকেই হয়তো ভাবছেন দুমাস এই খবর কেন প্রকাশ করিনি।আমাদের শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগীদের জন্য আমি বলতে চাই, আপনাদের উদ্বেগের বিষয় আমরা অবগত ছিলাম। যদি এই খবরটি আরও আগে শেয়ার করা সম্ভব হত, তবে আমরা তাই করতাম। আপনাদের সমস্ত ভালোবাসা, আলো, বিশ্বাস এবং প্রার্থনার জন্য ধন্যবাদ”। এই সুখবর শেয়ার করার সাথে সাথে অনুষ্কা শর্মা, করিনা কাপুর খান, মালাইকা আরোরা, আলিয়া ভাট, করিশ্মা কাপুর, মাসাবা গুপ্তা, সহ বলিউডের একাধিক তারকা শুভেচ্ছা জানালেন। অনুরাগীরাও ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখ্য,বৈভব রেকির সাথে ২০২০ সালে ডেট করা শুরু করেন। ২০২১ সালে নিজেদের প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে ১৫ই ফেব্রুয়ারি দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসে অভিনেত্রী দিয়া মির্জা ও বৈভব রেখি। তবে খুব জাঁকজমক করে নয়,বরং বাড়ির সদস্য আর নিজের খুব কাছের মানুষদের সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন হবে বিয়ে। মহিলা পুরোহিতের আশীর্বাদ নিয়ে বিয়ের গাঁটছাড়া বাঁধেন অভিনেত্রী। বিয়ের দেড় মাসের মাথায়
গত ১ এপ্রিল সোস্যাল পোস্ট করে সকলকে নিজেরঅন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি।

পুত্র সন্তানের জন্ম দিলেন দিয়া! জটিল সমস্যার জেরে সময়ের আগেই হয়েছে ছোট্ট অভ্যান

About Author