Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শ্যামার সুখের সংসারে ভাঙন! বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন স্বামী সুবান

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নাম তিয়াসা রায়। এই অভিনেত্রীকে প্রতিদিন সন্ধ্যে সাত টা বাজলে প্রতিদিন টেলিভিশনের পর্দাতে দেখতে পায়। তিয়াসার চেয়ে অভিনেত্রীকে শ্যামা নামেই ডাকতে বেশি পছন্দ করেন বাঙালী দর্শকবৃন্দ।…

Avatar

By

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নাম তিয়াসা রায়। এই অভিনেত্রীকে প্রতিদিন সন্ধ্যে সাত টা বাজলে প্রতিদিন টেলিভিশনের পর্দাতে দেখতে পায়। তিয়াসার চেয়ে অভিনেত্রীকে শ্যামা নামেই ডাকতে বেশি পছন্দ করেন বাঙালী দর্শকবৃন্দ। কৃষ্ণকলি ধারাবাহিক দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন তিয়াসা। তবে প্রথম অভিনয়ের আগেই খুব স্বল্প বয়সে অভিনেতা সুবান রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিয়াসা।

২০১৭ সালে আগে একটি নাটকের ওয়ার্কশপ করাতে গিয়ে টেলিভিশনের জনপ্রিয় খলনায়কের সাথে প্রথম দেখা তিয়াসার। এরপর দুজনের আলাপচারিতা হয়। খুব স্বল্প দিনের মধ্যে একে অপরের ভালোবাসায় হাবুডুবু খান। কয়েকদিনের মধ্যেই দুই পরিবারের সম্মতিতে সেই বছরের অক্টোবর মাসে বিয়ের পর্ব সেরে ফেলেন এই জুটি। এরপরই ২০১৮ সালে সুবানের হাত ধরে টেলিভিশনের পর্দায় অভিষেক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০১৯ সালের গোড়ার দিকেও খবর ছড়িয়েছিল তিয়াসা নাকি স্বামী ও শ্বশুরাবড়ির লোকজনের নামে পুলিশে অভিযোগ জানিয়েছেন। যদিও সেই খবর অস্বীকার করেছিলেন দুজনেই। তারপর দুজনেই মন দিয়ে সংসার করছিলেন। নিজেদের দাম্পত্য জীবনের নানান প্রতিচ্ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। বিয়ের তিন বছর পার হয়ে গিয়েছে অনেক দিন। গত বছর তিন বছরের বিবাহবার্ষিকী বেশ জাঁকজমক ভাবেই উদযাপন করা হয়। কিন্তু এর মাঝে আবার টেলিপাড়ায় নতুন গুঞ্জন সুবনা-তিয়াসার সংসারেও নাকি ভাঙন ধরেছে।

এই ভাঙনের কারণ হিসেবে মনে করা হচ্ছে স্ত্রীর প্রথম ধারাবাহিকের বিপুল জনপ্রিয়তা আর স্ত্রীর সাফল্য দেখে নাকি সুবানের হিংসে শুরু হয়। তাই এই লাভ বার্ডসের মনে তিক্ততার জন্ম নিয়েছে। তবে এই প্রসঙ্গে সম্প্রতি তিয়াসা সরাসরি জানান ‘এই গল্প তো নতুন নয়। অনেক দিন ধরেই তাঁদের দাম্পত্য জীবন নিয়ে নানান কুকথা শোনা যাচ্ছে । সত্যিই যদি সে রকম কিছু হয় নিশ্চয়ই সংবাদমাধ্যমকে জানানো হবে’।

কিন্তু হঠাৎ করে এই প্রশ্ন উঠলো কেন? সম্প্রতি তিয়াসার ইনস্টা প্রোফাইল খুললে দেখা যাচ্ছে এই দুজন একে অপরকে ফলো করেন না। ইনস্টাগ্রামে তিয়াসা মাত্র ২৪ জনকে ফলো করেন। কিন্তু সেই তালিকায় নিজের আসল স্বামীর কোনো জায়গা নেই। অথচ আছে অনস্ক্রিন স্বামী নীল থেকে শুরু করে শ্রীময়ী চট্টরাজ সক্কলে। অন্যদিকে সুবানের ইন্সটাগ্রাম প্রোফাইলে গত এক বছর ধরে নিজের স্ত্রীর সাথে কোনো ছবি নেই। তা দেখেই অনেকের মনেই প্রশ্ন সত্যি কি সব ঠিক আছে? নাকি এই জুড়ির সুখের সংসার তাসের ঘরের মতো ভাঙনের পথে?

নিজেদের দাম্পত্য জীবন নিয়ে সুবানের কি মতামত? একটি সংবাদমাধ্যমে এবার নিজেদের বিবাহিত জীবন নিয়ে সরাসরি কথা বললেন সুবান। প্রথমেই নিজেদের দাম্পত্য জীবন নিয়ে কোনো কথা বলতে নারাজ ছিলেন। তিনি আরো বলেন নিজেদের বিচ্ছেদের গুঞ্জন তো তিনি বহু দিন ধরে শুনছেন। সবাই ভালো… তাঁর কাউকে নিয়ে কোনও অভিযোগ নেই। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি কোনো কথা বলতে চাননা। তিনি চান মানুষ তাঁর অভিনয় তাঁর কাজ নিয়ে কথা বলুক। কাজের বিষয়বস্তু নিয়ে কথা হোক। সুবান ও নিজেদের দাম্পত্য জীবনের কথা প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে চললেন।

About Author