Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাথটবে বসে বোল্ড ছবি শেয়ার করলেন নেহা! কী বললেন রোহনপ্রীত

নেহা কক্কর বলিউডে এখন জনপ্রিয় গায়িকাদের মধ্যে একজন। একের পর এক হিট হিন্দি মিউজিক অ্যালবামে গান গাইছেন। নেহা কক্করকে কেউ আবার বলে ওঠে রিমেক কুইন। নেহার গান মানেই এখন বলিউডের…

Avatar

By

নেহা কক্কর বলিউডে এখন জনপ্রিয় গায়িকাদের মধ্যে একজন। একের পর এক হিট হিন্দি মিউজিক অ্যালবামে গান গাইছেন। নেহা কক্করকে কেউ আবার বলে ওঠে রিমেক কুইন। নেহার গান মানেই এখন বলিউডের পুরোনো হিট গান রিমেক করা ৷ বিশেষ করে রিমেক সিঙ্গেলে বরাবরই শীর্ষে জায়গা করে নিয়েছেন এই মেয়ে। এছাড়া নিজের জীবন নিয়ে বেশ চর্চায় থাকেন গায়িকা। ইন্ড্রাস্টিতে গায়িকা হয়ে জনপ্রিয় হওয়ার পর একের পর এক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই গায়িকা।

একদিন নেহা গানের জগতে প্রতিষ্ঠার জন্য বেশ কষ্ট করতে হয়েছিল। নেহার বাবা নেহা ও আরো দুই ভাই বোনকে খুব কষ্ট করে মানুষ করেছেন। নিজের স্ট্রাগেলের সময় নেহাকে ভোজনগীতি ও গাইতে হয়েছে। এই শিল্পী নেটিজেনদের হাত ধরেই একদিন গানের সফরে এসেছিলেন। তাই তিনি আপকামিং গায়ক গায়িকাদের স্ট্রাগেল বুঝতে পারেন। নেহার মন সত্যি কুইনের মতো দয়ালু বললে কিছু কম নয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এসবের পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নেহা বেশ ভালোই সক্রিয়। গানের সাথে তালমিলিয়ে নানান বোল্ড আর কুল ফটোসেশান করে থাকেন নেহা। আর সেই সমস্ত ছবি নিজের সোশ্যাল মিডিয়ার অনুগামীদের সাথে ভাগ করে নেন। সম্প্রতি কিছু বোল্ড ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন। ছবিতে নেহার পরনে রয়েছে ধবধবে সাদা বাথরোব। বাথরোবে নিজেকে মুড়ে নেহা বসে রয়েছেন বাথটবের ধারে। খোলা চুল আর মিডজটি হাসি নেহাকে আরো সুন্দরী করে তুলেছে। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে নেহা লিখেছেন, স্নানের পর এক পেয়ালা চা হল জীবনের পজিটিভিটি। এই ছবি দেখে বোঝা যাচ্ছে, তিনি রীতিমতো খুশি। সম্ভবত কোথাও বেড়াতে গিয়েছেন নেহা। তবে কোথায় গিয়েছে তা জানা যায়নি। অন্তত ছবিগুলি দেখে তাই মনে হচ্ছে। নেহার ছবির নিচে কমেন্ট করে তাঁর স্বামী রোহনপ্রীত সিং ও ভাই টনি কক্কর দুজনেই নিজের প্রিয় মানুষকে সুন্দরী বলেছেন। অনুগামীরা গায়িকাকে ভালোবাসা জানিয়েছেন। ভাইরাল হয় এই পোস্ট।

গত ২৪ অক্টোবর দিল্লীর গুরুদ্বারে পাঞ্জাবি মতে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নেহা কক্কর। দুপক্ষের বাড়ির সদস্য আর কয়েকজন আত্মীয়দের রোহনপ্রীত এবং নেহার বিয়ের সম্পন্ন হয়। বিয়ে রিসেপশন বেশ জাঁকজমক ভাবে উদযাপন করা হয়। বিয়ের পর ইতিমধ্যেই দিল্লি এবং চন্ডীগড়ে পরপর দুটি রিসেপশন হয় নেহা-রোহনপ্রীতের৷ বিয়ের পর স্বামীর সাথে দুবাইতে গিয়ে বিলাসবহুল ভাবে মধুচন্দ্রিমা সাড়েন। ফিরেই এখন সংসার সাথে জমিয়ে গানের কাজ করছেন। স্বামী স্ত্রী মিলিয়ে নতুন গানের অ্যালবাম ও তৈরী করেছেন। আর সব মিউজিক ভিডিও বেশ হিট হয়।

About Author