Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গাড়িতে নীল বাতি, কেন্দ্রীয় সরকারের বোর্ড! শহরে আরও এক জালিয়াতের হদিস

দেবাঞ্জন দেবের পর শহরে আরো এক জালিয়াত। এবারের সেন্ট্রাল ভিজিলান্স কমিশনার সেজে গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘোরার অভিযোগ উঠল বেনিয়াপুকুর থেকে গ্রেফতার এক ব্যক্তির উপরে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ সাদিক…

Avatar

By

দেবাঞ্জন দেবের পর শহরে আরো এক জালিয়াত। এবারের সেন্ট্রাল ভিজিলান্স কমিশনার সেজে গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘোরার অভিযোগ উঠল বেনিয়াপুকুর থেকে গ্রেফতার এক ব্যক্তির উপরে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ সাদিক এবং গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। দেবাঞ্জন এর কান্ড সামনে আসার পর থেকেই বেশ সতর্ক হয়ে গিয়েছে কলকাতা পুলিশ। লালবাতি এবং নির্বাচন আগানো প্রত্যেকটি গাড়িকে তারা চেকিং করছে। কিছু কিছু ক্ষেত্রে সন্দেহজনক কিছু মনে হলে তারা গাড়ি দাঁড় করিয়ে চেক করছে এবং কাগজপত্র চাইছে।

সেই নিয়ম অনুযায়ী মঙ্গলবার বেনিয়াপুকুর থানার নিউ পার্ক স্ট্রিট এলাকায় একটি নীল বাতি লাগানো গাড়ি নজরে পড়ে পুলিশের। সেই গাড়িতে নীল বাতি সামনে ভিআইপি পারকিং লেখা ছিল। তৎক্ষণাৎ সন্দেহ হয় কলকাতা পুলিশের। তারা গাড়ি দাঁড় করিয়ে চেকিং করতে চান। জানা যাচ্ছে ওই গাড়ি চালাচ্ছিলেন মোহাম্মদ সাদিক নামে একজন যুবক। এবং তিনি নিজেকে সেন্ট্রাল ভিজিলান্স অফিসার হিসেবে পরিচয় দিয়েছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তারপরেই পুলিশ তার কাছ থেকে সেই সংক্রান্ত নথি আদায় করতে চায়। প্রথমে পুলিশ কর্তাদের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন ওই যুবক কিন্তু তারপরে কাগজ না দেখাতে পারায় ওই যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তদন্তের পর কলকাতা পুলিশ জানিয়েছে কমিশনার তো দূর অস্ত, ওই ছেলেটি ভিজিলান্স কমিশনের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। তাহলে মোঃ সাজিদ কি কোন প্রতারণা চক্র চালাচ্ছে? কলকাতা পুলিশের কাছে এখন সব থেকে বড় প্রশ্ন এটাই।

About Author