Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জন্মদিনে ঋত্বিক রোশনের কাছ থেকে সেরা উপহার পেলেন বঙ্গতনয়া ঋতাভরী

২৬ জুন জন্মদিন ছিল ২৯ তম জন্মদিন ছিল টলি ক্যুইন ঋতাভরী চক্রবর্তীর। তবে সম্ভবত সেরা উপহারটা পেলে এক দিন পরে। বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন নিজে অভিনেত্রীকে এক বিরাট উপহার দিলেন।…

Avatar

By

২৬ জুন জন্মদিন ছিল ২৯ তম জন্মদিন ছিল টলি ক্যুইন ঋতাভরী চক্রবর্তীর। তবে সম্ভবত সেরা উপহারটা পেলে এক দিন পরে। বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন নিজে অভিনেত্রীকে এক বিরাট উপহার দিলেন। বলিউড স্টার ঋতাভরী চক্রবর্তীকে কি উপহার দিলেন? অভিনেত্রী ঋতাভরী অভিনীত শর্ট ফিল্ম ‘ব্রোকেন ফ্রেম’এর প্রশংসা করেছেন বলিউড সুপারস্টার নিজে। নিজের ট্যুইটারে অভিনেতা এই ছবি মাদ্রিদ ইমাজিন ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার জন্য গোটা টিমকে শুভেচ্ছা জানালেন হৃতিক রোশন।

ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ঋতাভরীর বিপরীতে রয়েছেন বলিউড অভিনেতা রোহিত রায়। ব্রোকেন ফ্রেম এই সিনেমাটি রামকমল মুখোপাধ্যায় পরিচালিত চতুর্থ ছবি। তাঁর ‘কেকওয়াক’, ‘সিজনস গ্রিটিংস’ এবং ‘রিক্সাওয়ালা’ এই তিনটি ছবি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কারও পেয়েছেন। এই নতুন ছবিটি রামকমলের বই ‘লং আইল্যান্ড আইসড টি’ থেকে অনুপ্রাণিত হয়েছে। এই বই ৮টি ছোট গল্পের একটি সংকলন থেকে নেওয়া হয়েছে। এই বইয়ের প্রথম অধ্যায়কে নিজের নতুন সিনেমার বিষয়বস্তু হিসেবে নির্বাচন করে নিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ছবির গল্প মূলত এক বিবাহিত দম্পতিকে কেন্দ্র করে। তাদের বিবাহ বার্ষিকীর রাত্রে সেলিব্রেশনের মাঝেই খুব অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় স্বামী স্ত্রীর মধ্যে। কিন্তু তারপর কোন দিকে এগোয় ঘটনা প্রবাহ? সেই গল্প শোনাবে এই ছবি। এই সিনেমায় অমিতের চরিত্রে দেখা যাবে রোহিত বসু রায়কে। মৌসুমীর চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী। ছবির শ্যুটিং কলকাতাতেই হয়েছে।

ঋতাভরীকে শেষ দেখা গিয়েছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ সিনেমাতে। অভিনেত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন অভিনয় এবং এনজিও-র কাজ নিয়েই থাকতে চান। সম্প্রতি নিজের পড়াশোনাও শেষ করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এই লকডাউনের মাঝেই নিজের সিনেমা নিয়ে গ্র‍্যাজুয়েশন শেষ করলেন অভিনেত্রী। আর সেই কথা নিজেই জানালেন ঋতাভরী। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে তিনি নিজের গ্র‍্যাজুয়েশন শেষ করেন।

About Author