Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রথমবার মেয়ের মুখে ‘মা’ ডাক, মাতৃত্বের সুখ পেলেন অভিনেত্রী অঙ্কিতা

গত বছর অতিমারীর মহাসঙ্কটের মধ্যেই গত বছর টলিপাড়ায় বহু সেলিব্রেটি নতুন বাবা মা হয়েছেন। গত ৭ ই সেপ্টেম্বর এক মেয়ের জননী হয়েছেন জড়োয়া ঝুমকোবখ্যাত অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার৷ এই খুশির…

Avatar

By

গত বছর অতিমারীর মহাসঙ্কটের মধ্যেই গত বছর টলিপাড়ায় বহু সেলিব্রেটি নতুন বাবা মা হয়েছেন। গত ৭ ই সেপ্টেম্বর এক মেয়ের জননী হয়েছেন জড়োয়া ঝুমকোবখ্যাত অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার৷ এই খুশির খবর বাঙালি অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়াতে অনুগামীদের জানান৷ অবশ্য প্রেগন্যান্সির আগে থেকে টেলিভিশনের নানান কাজ থেকে বিরতি নিয়েছিলেন। অঙ্কিতা মেয়ের নাম রেখেছেন ‘আরুণ্য’। মেয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অঙ্কিতা নিজের সোশ্যাল মিডিয়ার পেজে।

কখনো আবার মেয়েকে ভালোবেসে ডাকেন “রসোগোল্লা”। মাঝে সাঝেই রসোগোল্লাকে নানান সাজে সাজিয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে আদরমাখা ছবি শেয়ার করেন। নতুন বছরে মেয়ের আরুণ্যর ঘরোয়া অনুষ্ঠানে মুখে ভাত খাওয়ার অনুষ্ঠান হয়েছে। পাঁচ মাসের কন্যাসন্তান আরুণ‍্যাকে প্রথম মুখে ভাত দিয়েছিলেন অভিনেত্রী। আরুণ‍্যার অন্নপ্রাশনের ছবি শেয়ার করেছেন অঙ্কিতা সোশ্যাল মিডিয়াতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লকডাউনের আগেই গুয়াহাটিতেই শ্বশুরবাড়িতে চলে যেতে হয়। ঠিক ১৩ মাস পরে কলকাতায় নিজের বাড়িতে ফিরলেন অভিনেত্রী  অঙ্কিতা পাল মজুমদার। সাথে নিজের মামার বাড়ি এল ছোট্ট আর‍্যণ্যা। করোনার দ্বিতীয় ঢেউতে কলকাতার মামার বাড়িতে সময় কাটছে ছোট্ট আরণ্যের। তবে বেশ লাগছে এই খুদে কলকাতাতে থাকতে। তবে এর মাঝে অভিনেত্রী আসল মাতৃত্বের সুখ পেলেন। ‘মা’ এই শব্দটি বেশ ছোট হলেও এর এক মায়ের কাছে খুব প্রিয় শব্দ।

এতদিন অঙ্কিতা চাতক পাখির মতো অপেক্ষা করেছে কবে তাঁর রসোগোল্লা তাঁকে মা বলবে। সেই মুহূর্ত ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নতুন মাম্মা। একটি ছোট ভিডিও শেয়ার করে লিখলেন,’আরুণ্যা আমার অপেক্ষা পূরণ করেছে। আনন্দ দিয়েছে। মা আর বাবা বলে ডাকতে শিখেছে। আমরা আশীর্বাদধন্য’। প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারি মাসে গুয়াহাটির বাসিন্দা ফ্যাশান ডিজাইনার সৌমিত্র পালের সাথে সাতপাকে বাঁধা পড়েছিলেন অঙ্কিতা। ফ্যাশন ডিজাইনার সব‍্যসাচী মুখোপাধ্যায়। দুজন এখন নিজের মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছেন।

About Author