Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছড়াতে চেয়েছিল গভীর জাল, বিভিন্ন স্কুলের সঙ্গে ‘অনলাইন ক্লাস’ প্রোজেক্ট শুরু করতে চেয়েছিলেন দেবাঞ্জন

কসবা ভুয়া ভ্যাকসিন কান্ড, এবং সেই নিয়ে বর্তমানে ধুন্ধুমার রাজনৈতিক মহল। অন্যদিকে দেবাঞ্জন এর বিরুদ্ধে আরো সক্রিয় হতে শুরু করেছে পুলিশ বিভাগ। ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে এই তদন্তের জন্য,…

Avatar

By

কসবা ভুয়া ভ্যাকসিন কান্ড, এবং সেই নিয়ে বর্তমানে ধুন্ধুমার রাজনৈতিক মহল। অন্যদিকে দেবাঞ্জন এর বিরুদ্ধে আরো সক্রিয় হতে শুরু করেছে পুলিশ বিভাগ। ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে এই তদন্তের জন্য, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাঞ্জন এর বিরুদ্ধে অনিচ্ছাকৃত করে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশকে। ভুয়ো সংস্থার কর্মীদের টিকাকরণের নাম করে দেবার জন্য একটি বেসরকারি সংস্থার কাছ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা নিয়েছিল বলে অভিযোগ। তার পাশাপাশি টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে একটি ফার্মেসি সংস্থার কাছ থেকে চার লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে দেবাঞ্জন এর বিরুদ্ধে।

তার সঙ্গেই একজন কন্ট্রাক্টার দাবি করেছেন, দেবাঞ্জন নাকি তার কাছ থেকে ৯০ লক্ষ টাকা নিয়ে নিয়েছিল প্রতারণা করে। স্টেডিয়াম তৈরি করার টেন্ডার দেওয়ার লোভ দেখিয়ে তার কাছ থেকে ৯০ লক্ষ টাকা চুরি করে দেবাঞ্জন। তার পাশাপাশি, নিজের এই সম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য, সে বেশ কিছু ছল চাতুরীর আশ্রয় নিয়েছিল। পুরসভার কর্পোরেশনের কাগজ তৈরি করেছিল যেখানে, একেবারে হুবহু সমান দেখতে পৌরসভার হলমার্ক আটকানো হয়েছিল। কিন্তু কিভাবে এতটা সমান কাগজ তৈরি করা গেল?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তদন্তকারীদের ধারণা, শুধুমাত্র দেবাঞ্জনের একার পক্ষে এই কাজটা সম্ভব নয়। বরং এই সম্পূর্ণ কাজের পিছনে একটি বড় মাথা কাজ করছে বলে ধারণা তদন্তকারীদের। এছাড়াও স্পোর্টস একাডেমী পাশাপাশি দেবাঞ্জন একটি স্মার্ট অনলাইন ক্লাস তৈরি করার পরিকল্পনা করেছিলেন। এর জন্য বেহালার একটি সংস্থা থেকে প্রায় ১২ লক্ষ টাকা সামগ্রী ক্রয় করেছিলেন দেবাঞ্জন। ১০ লক্ষ টাকা প্রতারণা করার সাথেই দেবাঞ্জন এর টিম এই প্রজেক্ট তৈরি করার চেষ্টা করেছিল।

তবে শুধুমাত্র একটি অনলাইন ক্লাস না, বরং আরো অনেক স্কুলের সঙ্গে অনলাইন স্মার্ট ক্লাস শুরু করতে চেয়ে ছিলেন তিনি। তার জন্য বেশকিছু স্কুলে যোগাযোগ করেছিলেন। পুলিশ মনে করছে, দেবাঞ্জন এই প্রতারণার জাল শুধুমাত্র এটুকুতেই সীমিত নেই, বরং এই প্রতারণার জাল আরো বড় রয়েছে। প্রত্যেকদিন পেঁয়াজের খোলার মতো এক এক করে রহস্য সামনে আসছে। পুলিশের ধারণা, তদন্ত চালালে এবং দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদ করলে তার আরো বেশ কিছু কুকীর্তির কথা সামনে আসবে।

About Author