ভালো নেই আবির! তবে নিরুপমার জন্য নয় একটি ফোঁড়ার জন্য। এই ফোঁড়ার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে আবিরকে। এখন স্যালাইন আর অ্যান্টি বায়েটিক চলছে আবির ওরফে অভিনেতা গৌরব রায়চৌধুরীর। অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও পরিস্থিতি স্বাভাবিক নেই। এক ছোট ফোঁড়া কত ভয়ঙ্কর হয় তা অভিনেতা এখন ভালো করে জানেন। তীব্র যন্ত্রণায় ছটফট করছিলেন তাই ওগো নিরুপমার শ্যুটিং ছেড়ে বাড়ি পর্যন্ত ফিরে আসেন তিনি। পরপর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তিও হয়ে যান তিনি।
এই হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেতার জন্মদিন। হাসপাতালেই হল ছোট করে সেলিব্রেশন। তবে এই সেলিব্রেশন মন থেকে চাননি গৌরব। একদিকে করোনাতে মানুষের আর্তনাদ অন্যদিকে ফোঁড়ার ব্যথায় হাসপাতালে ভর্তি। নিজের বিশেষ দিমে হাসপাতালের কাছের মানুষদের ছাড়া একলা বিছানায় নিরিবিলিতেই এ বারের জন্মদিনটা কাটাতে কষ্ট হলেও করোনার জন্য মেনে নিয়েছিলেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। কিন্তু রি স্পেশাল দিন প্রিয় আবিরকে একা রাখতে চাননি চিকিৎসক আর নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। মনের কষ্ট কিছুটা কমাতে গৌরবের জন্মদিন পালন করা হল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগত শুক্রবার ছিল অভিনেতা গৌরবের জন্মদিন। হাসপাতালের পোশাক পড়ে একদিকে হাতে স্যালাইনের তার আর অন্য হাত দিয়ে ছুঁড়ি দিয়ে রেড ভেলভেট কেক কাটলেন অভিনেতা।হাসপাতালেই এই মানুষগুলির সাথে জন্মদিনের উদযাপন করলেন। আর জন্মদিন পালনের পর দিন অর্থাৎ শনিবার সকালে বায়োপসি হয়েছে অভিনেতার রিপোর্ট আসবে সম্ভবত রবিবার। অভিনেতার অনুগামীরা চান তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে উঠুক অভিনেতা।
এর আগে গৌরবের জিম করতে কনুইতে চোট পেয়েছিলেন। পরীক্ষা করে একটি বোন টিউমারও ধরা পড়েছিল। অনেকদিন ধরেই ব্যথায় কষ্ট পেয়েছিলেন তিনি। প্রথমে চিকিৎসকরা ভেবেছিলেন, জিম করতে গিয়ে বুঝি তিনি ব্যথা পেয়েছেন। তবে পরে বায়োপসি রিপোর্ট বলে টিউমার। সেই টিউমারটি অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আপাতত বায়োপসি রিপোর্টের দিকেই তাকিয়ে তাঁর অনুরাগীরা থেকে বাড়ির সকলে। অভিনেতার অসুস্থতার জন্য বর্তমানে ওগো নিরুপমা ধারাবাহিকের শ্যুটিং থেকে ছুটি নিয়েছেন অভিনেতা।