Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jio-র দুর্দান্ত অফার! ১০০ টাকার কমে পেয়ে যান ২ মাসের ডেটা সাথে আনলিমিটেড কল

গত কয়েকদিন ধরে একেরপর এক চোখধাঁধানো দারুন কিছু রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে Reliance Jio। ফ্রিডম প্ল্যানের মহা ধামাকার সাথে সাথে এবার ডাবল বেনিফিট অফার নিয়ে এসে গ্রাহকদের কম টাকায়…

Avatar

By

গত কয়েকদিন ধরে একেরপর এক চোখধাঁধানো দারুন কিছু রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে Reliance Jio। ফ্রিডম প্ল্যানের মহা ধামাকার সাথে সাথে এবার ডাবল বেনিফিট অফার নিয়ে এসে গ্রাহকদের কম টাকায় বেশী সাশ্রয় করার সুযোগ করে দিচ্ছে সংস্থা। এই স্পেশাল অফারের আ‌ওতায় রয়েছে দুটি প্ল্যান। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

75 টাকার প্ল্যান: এই প্লিপেইড রিচার্জপ্ল্যান আগেও ছিল। 28 দিনের ভ্যালিডিটি থাকত এই প্ল্যানে। তবে এবারের বিশেষ চমক হল ডাবল বেনিফিট। 28 দিনের ভ্যালিডিটি ডাবল হয়ে এখন হয়েছে 56 দিন। অর্থাৎ প্রায় দুইমাস। এই প্ল্যানে যেকোনো প্রান্তে আনলিমিটেড‌ কলিংয়ের সুযোগ থাকছে। সেইসঙ্গে মোট 6 জিবি ডেটা দেওয়া হচ্ছে, যার ভ্যালিডিটি 2 মাস। পাশাপাশি 50 টি এস‌এম‌এস পাঠানোর সুবিধাও থাকছে এই প্ল্যানে। এছাড়াও Jioর বিভিন্ন অ্যাপ্লিকেশনে ফ্রি সাবস্ক্রিপশনের সুযোগ‌ও রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

39 টাকার প্ল্যান: এটি Jio র আরেকটি সাশ্রয়ী প্ল্যান। এমনিতে 39 য়ের রিচার্জে 14 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। তবে স্পেশাল ডাবল বেনিফিট অফারের আ‌ওতায় এর ভ্যালিডিটিও হয়ে গিয়েছে ডাবল। অর্থাৎ 28 দিনের ভ্যালিডিটি মিলবে এখন। এই রিচার্জ প্ল্যানের আওতায় যে কোনো প্রান্তে আনলিমিটেড কলিংয়ের সুযোগ রয়েছে। সেই সঙ্গে মোট 2.8GB ডেটা পাবেন। এছাড়াও, গ্রাহকরা Jio-র বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন।

উল্লেখ্য, এই দুটি অফার‌ই কেবল JioPhone য়ের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ স্মার্টফোনে এই রিচার্জ করলে ডাবল বেনিফিট অফার আর পাবেননা আপনি। প্রসঙ্গত, গতকাল Reliance Jio র অ্যানুয়াল মিট-য়ে সিইও মুকেশ আম্বানি ঘোষনা করেছেন খুব শীঘ্রই ভারতের বাজারে JioPhone 5G আসতে চলেছে। ফিচারফোনটিতে থাকবে স্মার্টফোনের অধিকাংশ ফিচার। দেশের পিছিয়ে পড়া 2G ব্যবহারকারীদের হাতে উন্নত নেটওয়ার্ক তুলে দেওয়াই এই প্রজেক্টের মূল উদ্দেশ্য।

About Author