Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টিকার বদলে পাউডার গোলা জল, জাল টিকা নিয়েছেন সাংসদ মিমি চক্রবর্তী

ভুল করোনা ভাইরাসের টিকা নিয়ে প্রতারণার শিকার হয়ে গিয়েছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। যদিও তিনি একা নন তার আগে অনেক জায়গাতেই এরকম ভুয়া ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন করা হয়েছে। কিন্তু একেবারে সাংসদ…

Avatar

By

ভুল করোনা ভাইরাসের টিকা নিয়ে প্রতারণার শিকার হয়ে গিয়েছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। যদিও তিনি একা নন তার আগে অনেক জায়গাতেই এরকম ভুয়া ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন করা হয়েছে। কিন্তু একেবারে সাংসদ নিজেই পেলেন ভুয়ো টিকা! বুধবার খবরটা সামনে আসার সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায়। মঙ্গলবার কসবার একটি ভ্যাক্সিনেশন ক্যাম্পে হাজির হয়ে টিকা গ্রহণ করেছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু টিকাকরণ এর পরেই তার খটকা লাগায়, তিনি পুরো ব্যাপার নিয়ে সচেতন হোন।

খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওই ক্যাম্প সম্পূর্ণরূপে একটি জাল ক্যাম্প এবং এই চক্রের মূল পান্ডা হলেন দেবাঞ্জন দেব নামক একজন ব্যক্তি। কসবার টিকাকরণ কেন্দ্র ছাড়াও আরো অনেক জায়গায় এরকম ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অরগানাইজ করা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই টিকায় কোন ভায়াল ছিল না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাউডার এর সঙ্গে জল মিশিয়ে তরল পদার্থকে মিমি এবং অন্যান্যদের কোভিশিল্ড হিসেবে দেওয়া হচ্ছিল। ইতিমধ্যেই ওই ক্যাম্প থেকে বাজেয়াপ্ত করা টিকা ( পাউডার মেশানো জল) পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন মিমি চক্রবর্তী নিজে ইনস্টাগ্রামে লাইভ করে সকলের উদ্দেশ্যে নিজের শারীরিক অবস্থার কথা জানালেন। তিনি বললেন কোন ক্ষতিকারক পদার্থ হয়তো মেশানো ছিল না কিন্তু টিকা ওখানে ছিল না। সকলের উদ্দেশ্যে তিনি জানালেন তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন এবং এখনো পর্যন্ত তার কোনো রকম শারীরিক অসুস্থতা ধরা পড়েনি। ল্যাবে ওই তরল পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে, কিন্তু রিপোর্ট আস্তে আস্তে এখনো চার পাঁচ দিন সময় লাগবে বলে জানিয়েছেন মিমি চক্রবর্তী।

অন্যদিকে ওই ক্যাম্পে প্রতারণার শিকার হওয়া সকলের উদ্দেশ্যে সাংসদ বললেন, “দেখুন আমরা সবাই প্রতারিত আর আমাদের হাতে এখন আর কিছু নেই। তবে আমার মনে হয় আমি যখন সুস্থ আছি আপনারাও সুস্থ থাকবেন। প্যানিক করার কিছু নেই, আমার আধিকারিকদের সাথে কথা হয়েছে। ইতিমধ্যেই স্যাম্পেল পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই যেনে যাবো যে ওখানে আদতে কি ছিল আর কি ছিল না। তবে আমরা মোটামুটি নিশ্চিত যে করোনা টিকা না থাকলেও খুব একটা খারাপ কোন পদার্থ মেশানো ছিল না। কিন্তু তবুও পুরোপুরি নিশ্চিত হবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।”

About Author