Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চলতি সপ্তাহেই লঞ্চ হবে Jio 5G ফোন, জেনে নিন দাম

Jio 5G ফোন ব্যবহারে আগ্রহীদের জন্য সুখবর। চলতি সপ্তাহেই ফোন লঞ্চ করতে পারে সংস্থা। সুত্রের খবর, আগামী ২৪ জুন অ্যানুয়াল জেনারেল মিটিং করবে Jio সংস্থা। সেখানেই ফোন লঞ্চের বিষয়ে বিস্তারিত…

Avatar

By

Jio 5G ফোন ব্যবহারে আগ্রহীদের জন্য সুখবর। চলতি সপ্তাহেই ফোন লঞ্চ করতে পারে সংস্থা। সুত্রের খবর, আগামী ২৪ জুন অ্যানুয়াল জেনারেল মিটিং করবে Jio সংস্থা। সেখানেই ফোন লঞ্চের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। কিছুদিন আগেই সুন্দর পিচাই জানিয়েছিলেন, শীঘ্র‌ই ফোন লঞ্চ করা হবে। দাম যাতে সাধ্যের মধ্যে থাকে সেবিষয়টি তারা ব্যক্তিগত ভাবে খতিয়ে দেখবেন। তবে ফোন লঞ্চের তারিখ কী হতে পারে তা এখোনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।

ফোনে ফিচার ও লুক নিয়ে বলতে গেলে ২.৪ ইঞ্চি TFT ডিসপ্লের Jio ফোনটির রেজোলিউশন ৩২০X২৪০ পিক্সেল। ডুয়াল সিমের এই ফোনের র‌্যাম ৫১২ এমবি ও ইন্টারনাল স্টোরেজ ৪ জিবির। মেমোরি কার্ডের স্লট রয়েছে। স্টোরেজ বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।জানা গিয়েছে, ফোনে ক্যামেরা থাকছে ২ মেগাপিক্সেল। ০.২ মেগাফিক্সেল সেলফি ক্যামেরাও থাকবে। বেশ শক্তিশালী ২০০০ mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহৃত হচ্ছে ফোনটিতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগেই জানা গিয়েছিল ফোনটির দাম সর্বজনের সাধ্যের মধ্যে রাখা হবে। হাজার পাঁচেকের মধ্যেই দাম পড়বে ফোনটির। তবে নির্দিষ্ট দাম জানা এখন‌ও সম্ভব হয়নি। গতবছর Reliance সংস্থায়ের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে গুগল ঘোষণা করেছিল, তারা ৩৩৭ কোটি ডলার এই প্রকল্পে বিনিয়োগ করছে। দেশের ২০ কোটি টু-জি ফোন ব্যবহারকারীদের টার্গেট করেছে জিও। তাদের হাতে উচ্চ নেট‌ওয়ার্ক সমৃদ্ধ ফোন তুলে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

আগামী ২৪ তারিখে ফোন লঞ্চের তারিখ ঘোষনা করার সম্ভাবনা থাকলেও ভারতে এই ফোন উপলব্ধ হতে একটু সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। কয়েক সপ্তাহের ব্যবধানে এই ফোন মার্কেটে আসবে আশা করা যায়।

About Author