Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শুভেন্দু কোন কথা রাখেনি, বেসুরো প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, এবারে তার বিরুদ্ধে বেসুরো হওয়ার অভিযোগ। তৃণমূল থেকে যেসব নেতারা বিজেপিতে গিয়েছেন তাদের সহ্য করতে পারছে না বিজেপি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে কার্যত বিজেপি নেতৃত্ব…

Avatar

By

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, এবারে তার বিরুদ্ধে বেসুরো হওয়ার অভিযোগ। তৃণমূল থেকে যেসব নেতারা বিজেপিতে গিয়েছেন তাদের সহ্য করতে পারছে না বিজেপি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে কার্যত বিজেপি নেতৃত্ব কে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন এই পোড়খাওয়া রাজনীতিবিদ। বেশ কিছুদিন হল, মুকুল রায় তৃণমূলে যোগদান করেছেন। যাবার সঙ্গে সঙ্গে একটা ভালো পদ পেয়ে গেছেন তিনি। তারপরে সামনে এল সুনিল মন্ডলের এই বক্তব্য। যার পরে জল্পনা রাজনৈতিক মহলে।

সুনীল মণ্ডল বললেন, “আমার মনে হয় যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছে তাদের বিজেপি ঠিক মানিয়ে নিতে পারছে না। বিজেপি হয়তো মনে করছে ওদের বিশ্বাস করাটা ঠিক হবে না।” এই চাঞ্চল্যকর অভিযোগের পর তিনি সরাসরি দিলীপ ঘোষ এবং তথাগত রায়কে আক্রমণ করতেও ছাড়েননি। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিজেপিকে একটি বড় সাংগঠনিক দল ভেবেছিলাম। আমাকে সংগঠন করে এসেছি। আপনারা ভালই জানেন, বিজেপি কত বড় সাংগঠনিক দল, লোকে আপনাদের নিয়ে প্রশ্ন তুলছে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে ফোনে পূর্ব বর্ধমানের সাংসদ বলেছেন, “ভোটের পর আমার সঙ্গে বিজেপির কোন নেতার কোনো যোগাযোগ হয়নি। আমাকে সংগঠনের কোনো কাজ দেওয়া হয়নি। আমি করোনা আক্রান্ত হয়ে ছিলাম, তাই আমি অসুস্থ ছিলাম। এখনো পর্যন্ত আমি অন্য দলে যাবার কথা ভেবেও দেখিনি।” তবে তিনি বলেছেন, “শুভেন্দু প্রথম আমার বাড়ি আসে। যে কথা আমায় সে দিয়েছিল, তার একটা কথাও মানে নি। দাদা ভাই হয়ে একসঙ্গে কাজ করব কথা ছিল, কিন্তু সেই কথা রাখেনি শুভেন্দু।”

প্রশ্ন উঠলে মুকুল রায়কে নিয়ে। সেই প্রশ্নের জবাবে সুনিল বাবু বললেন, “মুকুলবাবু সঙ্গে কোন কথা হয়নি। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয়না, দেখা যাক কোন দিকে পুরো বিষয়টা গড়ায়।” তবে, এই বিষয়টি নিয়ে সুনীলের কাছে খোঁচা খাওয়া বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, “এসব নিয়ে আমার কিছু বলার নেই, যা বলার আমাদের নেতারা বলবেন। সুনিল মন্ডলের যা মনে হয়েছে উনি তা বলেছেন। আমি তো একটা সাধারণ কর্মী মাত্র। যা ঠিক করবেন উচ্চপদস্থ নেতারা ঠিক করবেন।”

About Author