Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৫২৯ টাকায় কিনে নিন Redmi Note 9, সুযোগ দিচ্ছে Flipkart

গত 13 জুন থেকে ই কমার্স সাইট ফ্লিপকার্টে শুরু হয়েছে Big Saving Days। আগামী 16 জুন অব্দি চলবে ইলেকট্রনিক গেজেটের উপর আকর্ষনীয় ছাড়। আজ এই সেলের সেকেন্ড লাস্ট‌ দিন। আর…

Avatar

By

গত 13 জুন থেকে ই কমার্স সাইট ফ্লিপকার্টে শুরু হয়েছে Big Saving Days। আগামী 16 জুন অব্দি চলবে ইলেকট্রনিক গেজেটের উপর আকর্ষনীয় ছাড়। আজ এই সেলের সেকেন্ড লাস্ট‌ দিন। আর মোটে 1 দিন বাকি। আজকের চমৎকার অফার থাকছে Redmi Note 9 য়ের উপর। মাত্র 549 টাকায় দূর্দান্ত ঝাঁ চকচকে স্মার্টফোনটি কিনে নিতে পারেন আপনি। জেনে নিন বিস্তারিত অফার সম্পর্কে।

Flipkart থেকে Redmi Note 9 ফোনটি যদি আপনি SBI Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনেন তবে পাবেন 10% ছাড়। আবার SBI Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI অপশনে এই ফোন কিনলে পেয়ে যাবেন 1000 টাকা ছাড়। অন্য দিকে Flipkart Axis Bank-এর কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে পেয়ে যাবেন 5% আনলিমিটেড ক্যাশব্যাক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও স্পেশ্যাল প্রাইসে থাকছে 4000 টাকার অতিরিক্ত ছাড়। তবে, সবথেকে আকর্ষণীয় ছাড় রয়েছে Exchange Offer এ। পুরোনো ফোন এক্সচেঞ্জ করে যদি আপনি Redmi Note 9 কেনেন তবে 10,450 টাকার মহাছাড় অপেক্ষা করছে আপনার জন্য।

Redmi Note 9 ফোনটিতে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টস রয়েছে। তাদের মধ্যে বেস মডেলে রয়েছে 4GB RAM ও 64GB স্টোরেজ। এই ফোনের দাম ভারতে 10,999 টাকা। এছাড়া ফোনের স্পেশাল মডেলে রয়েছে 6GB RAM ও 128GB স্টোরেজ স্পেস। এই মডেলটির দাম ভারতে 15,999 টাকা।

তাছাড়া অত্যন্ত শক্তিশালী 5,020mAh ব্যাটারি থাকছে ফোনটিতে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে একটি 48MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, একটি 2MP ম্যাক্রো ও আর একটি 2MP ডেপথ সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13MP র একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

About Author