বুধবার সারা পশ্চিমবঙ্গে পালিত হবে জামাইষষ্ঠী। আর এবারের জন্য জামাইষষ্ঠীতে ছুটি দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্ন সূত্রে নির্দেশিকা দিয়ে সমস্ত সরকারি এবং আধা-সরকারি কর্মীকে জানিয়ে দেওয়া হয়েছে বুধবার জামাই ষষ্ঠী উপলক্ষে ছুটি দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতেই এ বছরে জামাইষষ্ঠী কাটতে চলেছে বাঙালির। তাই, মেয়ের বাবা-মা এবছরও তাদের জামাইকে খাওয়াতে পারবেননা মনের মত করে।
তবে করোনা বিধি মেনে হলেও সবাই কিছু না কিছু আয়োজন তো করছেনই। প্রত্যেক বাড়িতে বাড়িতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক বছর জামাইষষ্ঠীতে ছুটি থাকে না, তাই সপ্তাহের দিনগুলির মধ্যে জামাইষষ্ঠী পড়লে অসুবিধা হয় জামাইদের। কিন্তু এবারে আরো একবার পূর্ন দিবস ছুটি পাওয়ার পরে অত্যন্ত খুশি কর্মীরা। তবে জামাইষষ্ঠীর দিনে নতুন করে বেশ কিছু নিয়ম জারি করা হচ্ছে। যেখানে জানা যাচ্ছে বুধবার থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে সমস্ত অফিস খুলবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে বিষয়টি বেসরকারি অফিস এর ক্ষেত্রে হলেও সরকারি অফিসের ক্ষেত্রে বৃহস্পতিবার থেকে এই নিয়ম কাজ করবে। ১৭ তারিখ থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে সরকারি অফিসে। তার সাথেই বুধবার থেকে বেসরকারি অফিস খোলা শুরু হবে।
সঙ্গে, কর্মীদের পরিবহনের ব্যবস্থা করবে সেই নির্দিষ্ট অফিস। সর্বোপরি, ব্যবস্থা থাকবে ই পাসের। এছাড়াও আরও বিভিন্ন ধরনের নতুন নিয়ম জারি হচ্ছে পশ্চিমবঙ্গে, মূলত পশ্চিমবঙ্গের করোনা ভাইরাসের গ্রাফ দেখার পরেই তৈরি করা হয়েছে।