Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘এভাবে ২০ মিনিট…’, নেটজেনের বিরুদ্ধে করা পদক্ষেপ নিলেন গায়িকা ইমন

সোশ্যাল মিডিয়া এখন মানুষের দৈনন্দিন জীবন যাত্রার সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িত। ভার্চুয়াল জগতের অমোঘ হাতছানি কাটানো খুব মুশকিল ৮ থেকে ৮০ 'র। সামাজিক মাধ্যমে যেমন বহু মানুষের সাথে সেলিব্রটিদের সঙ্গে…

Avatar

সোশ্যাল মিডিয়া এখন মানুষের দৈনন্দিন জীবন যাত্রার সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িত। ভার্চুয়াল জগতের অমোঘ হাতছানি কাটানো খুব মুশকিল ৮ থেকে ৮০ ‘র। সামাজিক মাধ্যমে যেমন বহু মানুষের সাথে সেলিব্রটিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যায়। তেমনি সেলিব্ররটিরা নিজের নানান আপডেট দিয়ে থাকেন। বহু সেলিব্রেটি নিজের ভালো কাজের সাথে নিজেদের ভাবনার কথা শেয়ার করে থাকেন। তেমনই সোশ্যাল মিডিয়ার কিছু খারাপ দিকও রয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ‘ট্রোলিং’ এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

অভিনয়,সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের প্রোফাইলে কুরুচিকর মন্তব্য হামেশাই চোখে পড়ে আমাদের। ফলস্বরুপ ট্রোলিং এর শিকার হন বহু সেলিব্রেড়ি। সম্প্রতি এরকমই এক কুরুচিকর মন্তব্যের সম্মুখীন হয়েছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত কয়েকদিন ধরেই ইমন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে যোগ চর্চার ছবি শেয়ার করছিলেন। যোগ চর্চাতেই সুস্থতার চাবিকাঠি লুকিয়ে আছে এমন কথাও বলেছিলেন গায়িকা। ইমনের শরীর চর্চার বিভিন্ন কৌশলের প্রশংসা করে নেটিজেনরা ভরিয়ে দিয়েছেন। প্রশংসার মধ্যেই বিরূপ মন্তব্যও ধেয়ে এসেছে। সোশ্যাল হ্যান্ডেলে ইমনের শরীর চর্চার ছবিতে গতকাল এক যুবক অত্যন্ত নোংরা ভাষায় কুরুচিকর মন্তব্য করেছেন।

এহেন কুরুচিকর মন্তব্যের জবাবে ইমন লেখেন, “হ্যাঁ, তুমি অনেক কিছু পারো ভাই… তা কী করবে বলছিলে?” এর পাশাপাশি ইমন অশ্লীল কমেন্ট প্রেরকের উদ্দেশ্যে আরও বলেন, “তুমি চিন্তা করোনা কলকাতা পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

'এভাবে ২০ মিনিট...', নেটজেনের বিরুদ্ধে করা পদক্ষেপ নিলেন গায়িকা ইমন

ইমন এই ঘটনায় পাশে পেয়েছেন বহু মানুষকে। তাঁরা ইমনকে এরকম নোংরা মানসিকতার মানুষের বিরুদ্ধেব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু কিছু মানুষের এই বিকৃত মানসিকতার আদৌ কোনো পরিবর্তন হবে কিনা সে প্রশ্ন থেকেই যায়।

About Author