Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কোনও টাকা ছাড়াই দিচ্ছে JioPhone, সাথে পাবেন এক বছরের ফ্রি রিচার্জ

ভারতের জনপ্রিয় টেলেকম সংস্থা Reliance Jio নিয়ে এল দুটি বড় অফার। ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য এ যেন একেবারে সুবর্ণ সুযোগ। সংস্থার তরফে জানানো হয়েছে, JioPhone সাবস্ক্রাইবার দের জন্য 1,999 টাকার…

Avatar

By

ভারতের জনপ্রিয় টেলেকম সংস্থা Reliance Jio নিয়ে এল দুটি বড় অফার। ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য এ যেন একেবারে সুবর্ণ সুযোগ। সংস্থার তরফে জানানো হয়েছে, JioPhone সাবস্ক্রাইবার দের জন্য 1,999 টাকার ফিচার ফোনটি মিলবে মাত্র 1,499 টাকায়। অফার সম্পর্কে জেনে নিন বিস্তারিত।

JioPhone 1,499 টাকার প্ল্যান

1499 টাকার এই JioPhone প্ল্যানে ব্যবহারকারীরা পেয়ে যাবেন 1 বছরের আনলিমিটেড সার্ভিস। অর্থাৎ এই JioPhone প্ল্যানের সঙ্গেই আপনি পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতি মাসে 2GB হাই-স্পিড ডেটা। অর্থাৎ এক বছরে মোট 24GB ডেটা‌ পাবেন গ্রাহকরা। 1 বছর ভ্যালিডিটির এই প্ল্যানটি শুধুমাত্র নতুন ইউজারদের জন্য। প্রসঙ্গত, নতুন‌ গ্রাহকদের কাছে JioPhone-এর দাম নেবে না কোম্পানি। অর্থাৎ, 1499 টাকার প্ল্যান রিচার্জ করলে সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যাবেন একটি ঝকঝকে JioPhone। প্রসঙ্গত, ফিচার ফোন হলেও JioPhone য়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব ব্যবহার করা যায়। পাশাপাশি এই 1,499 প্ল্যানে রিচার্জ করলে সমস্ত Jio Apps বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও কোম্পানির অফার করছে 1,999 টাকার মাস্টার প্ল্যান। এই প্ল্যানে 2 বছরের ভ্যালিডিটিতে থাকছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সঙ্গে বাকি সমস্ত ফ্রি সার্ভিস। তালিকায় রয়েছে বিপুল পরিমাণ ডেটা ও সমস্ত Jio অ্যাপস ব্যবহারের সুবিধা।

JioPhone য়ে রয়েছে একটি 2.4 ইঞ্চির QVGA ডিসপ্লে। 1500mAh ব্যাটারি 9 ঘণ্টা পর্যন্ত চার্জ ধরে রাখতে পারে। ফোনে রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট, যার জেরে ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ইউজারেরা। এছাড়াও JioPhone-এ দেওয়া হয় হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার্স। প্রসঙ্গত, কয়েক বছর আগেই দেশের 3G নেটওয়ার্ক কে 4G-তে কনভার্ট করে রীতিমতো বিপ্লব এনে দিয়েছিলেন মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা। এবার ফিচার ফোন ইউজারদের জন্য JioPhone 2021 অফার কার্যত চমৎকৃত করছে।

About Author