Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পাশে দুই বান্ধবি, অবশেষে প্রকাশ্যে এল নুসরতের বেবি বাম্প! দেখুন ছবি

বেশ কিছু ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান। এখন সোশ্যাল মিডিয়া আর সংবাদমাধ্যম নুসরত ময়। সাংসদ-নায়িকার ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত এখন খবরের শিরোনামে৷ নুসরতের…

Avatar

By

বেশ কিছু ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান। এখন সোশ্যাল মিডিয়া আর সংবাদমাধ্যম নুসরত ময়। সাংসদ-নায়িকার ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত এখন খবরের শিরোনামে৷ নুসরতের বিবাহিত সম্পর্কের টানাপোড়েন, মা হওয়া নিয়ে নিয়ে বিতর্ক-সমালোচনার অন্ত নেই। যদি তিনি সত্যি অভিনেত্রী অন্তঃসত্ত্বা হন তাহলে সেই সন্তানের পিতৃপরিচয় কি? এই নিয়ে যখন কৌতূহল সকলের।

এসবের মাঝেই প্রকাশ্যে এল নুসরত জাহানের বেবি বাম্পের ছবি। আর কোনো জল্পনা আর কল্পনা নয়। তিনি সত্যি মা হচ্ছেন। সাংসদ-অভিনেত্রী সত্যিই মা হতে চলেছেন। তবে তিনি নিজে নিজের বেবি বাম্পের সাথে ছবি শেয়ার করেননি। শুক্রবার সকালে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিই সকলের সামনে প্রকাশ্যে এসেছে। এই লকডাউনে টলিউডের আরও দুই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে আড্ডায় মেতেছেন অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য এই দুই অভিনেত্রী এইবারের বিধানসভা ভোটের প্রার্থী ছিলেন। দুইজনেই পরাজিত হয়েছেন ভোটে। দুই জন যতই বিরোধী হোক অভিনয়ের সূত্রে খুব ভালো বান্ধবী। রাজনৈতিক ময়দানের শত্রুতা ভুলে ন্বন্ধু নুসরতের এই কঠিন সময়ে পাশে দাঁড়াতে পিছুপা হননি। এখনও পরস্পরের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখেছেন। এই ছবি তারই প্রমাণ। কিছুদিন আগেই যশ নুসরতের সাথে শ্রাবন্তী আর তনুশ্রীর পার্টির একড়ি ছবিও বেশ ভাইরাল হয়।

শুক্রবার সকালে হাতে এই টাটকা ছবিতেই স্পষ্টত দেখা গেল নুসরতের বেবি বাম্প। আর এই ছবিতে নো মেক আপ লুকেও আরো সুন্দরী লাগলো। ছবিতে দেখা গেল, নুসরতের পরনে স্লিভলেসগ লম্বা ঝুলের জামা। কানে দুল, ঠোঁটে হালকা লিপস্টিক আর খোলা চুল।নায়িকার চোখমুখ জুড়ে যেন মাতৃত্বের ছোঁয়া। নুসরত জাহানের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসামাত্রই শোরগোল শুরু গিয়েছে নেটদুনিয়ায়। তবে প্রশ্ন থাকছেই এই সন্তানের বাবা কে? অবশ্য নুসরতের অন্তঃসত্ত্বা নিয়ে এখনো মুখ খোলেননি যশ।

About Author