Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পেটে একের পর এক ঘুসি! ঊর্বশীর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ঊর্বশী রাউতেলা বলিউডের অন্যতম ফ্যাশন আইকন এই অভিনেত্রী। তিনি মডেলিং দিয়ে গ্ল্যামার জগতে নিজের কেরিয়ার শুরু করলেও বলিউডে এখন কম সংখ্যক সিনেমা দিয়ে সকলেত নজর কেড়েছেন। বেশিরভাগ ছবিতেই আইটেম ডান্স…

Avatar

By

ঊর্বশী রাউতেলা বলিউডের অন্যতম ফ্যাশন আইকন এই অভিনেত্রী। তিনি মডেলিং দিয়ে গ্ল্যামার জগতে নিজের কেরিয়ার শুরু করলেও বলিউডে এখন কম সংখ্যক সিনেমা দিয়ে সকলেত নজর কেড়েছেন। বেশিরভাগ ছবিতেই আইটেম ডান্স করতে দেখা গিয়েছে তাঁকে। সিনেমাতে খুব একটা দেখা না গেলেও অনেকে এই অভিনেত্রীকে বলিউডের শাকিরা বলেন।

অভিনেত্রী সিনেমা সংখ্যা কম হলেও বিভিন্ন মিউজিক ভিডিয়োতে দেখা মেলে সর্বত্র। আর অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ জনপ্রিয় ঊর্বশী। সোশ্যাল মিডিয়ায় নিজের জনপ্রিয়তা ধরে রাখতে বেশ সিদ্ধহস্ত তিনি। ইনস্টাগ্রামে তমাঝে মাঝেই নিজের ছবি বা ভিডিও দিয়ে অনুরাগীদের মন জয় করতে পছন্দ করেন উর্বশী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এর মাঝে একি ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী? ঊর্বশী রাউটেলার পেটে একের পর এক ঘুসি মারছেন অচেনা ব্যক্তি, ব্যাথা লাগলেও তা সহ্য করছেন ঊর্বশী। কিন্তু কেন? অভিনেত্রীর শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঊর্বশীর পেছনে দেওয়াল, এবং সামনে থেকে ঊষসীর পেটে সর্বশক্তি দিয়ে একের পর এক ঘুসি চালিয়ে যাচ্ছেন সেই ব্যক্তি, ঊর্বশীর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি এই ঘুষির ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন। কিন্তু হাজার কষ্ট পেয়েও তাঁকে আটকাচ্ছেন না।

প্রথমে যে কেউ এই ভিডিও দেখলে অনেকেই অবাক হবেন। তবে একটু নজর দিলেই বোঝা যাচ্ছে, ঊর্বশী আসলে জিম ওয়্যারে আছে এবং তাঁর চারপাশে দেখলে বেশ বোঝা যাচ্ছে সেখানে নানান ধরনের কিকবক্সিং হয়। তিনি এমনি এমনি এই মার খাচ্ছেননা। আসলে পুরোটাই হচ্ছে ঊর্বশীর পরের সিনেমা বা মিউজিক ভিডিয়োর প্রশিক্ষণ। তবে অভিনেত্রীর পেটে এই কিকবক্সিং একেবারেই মিথ্যে নয়।

কিন্তু আসল ব্যাপার হল আগামী ছবির জন্য নিজেকে এই ভাবে প্রস্তুত করছেন ঊর্বশী রাউটেলা। এই ভিডিও নিজেই শেয়ার করেছেন ঊর্বশী। আএ এর এই অচেনা মানুষটি কেউ না তিনি হলেন অভিনেত্রীর ট্রেনার। হয়তো কোন অ্যাকশন ছবি বা ভিডিয়োর জন্য এইভাবে নিজেকে প্রস্তুত করছেন ঊর্বশী। যে ছবিতে হয়তো প্রচুর অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে ঊর্বশীকে। এই ভিডিও পোস্ট করে ঊর্বশী লিখেছেন, ‘নো পেন তো নো গেন’এই ভিডিও পোস্ট করার পর বেশিরভাগ মানুষই তাঁর প্রশংসা করেছেন । আবার অনেকে মজা করে দেখেছেন ভাগ্যিস এই ব্যক্তির মুখ প্রকাশ্যে আনেননি ঊর্বশী৷ ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

About Author