Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ থেকে বৃষ্টি বাড়বে, দুই-একদিনের মধ্যে বাংলায় প্রবেশ করছে বর্ষা

আগামীকাল বঙ্গে প্রবেশ করছে মৌসুমী বায়ু। জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। আগামী শনি এবং রবিবারের মধ্যে এই পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ…

Avatar

By

আগামীকাল বঙ্গে প্রবেশ করছে মৌসুমী বায়ু। জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। আগামী শনি এবং রবিবারের মধ্যে এই পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করছে বলে খবর। অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল অথবা পরশু দিন সকাল থেকেই।

তবে এবারে শুধুমাত্র বর্ষা নয়, সম্ভাবনা আছে ভরা কোটাল এর। এর আগেও যশ ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ে ভরা কোটাল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা অত্যন্ত ক্ষতিগ্রস্থ করে দিয়েছিল। আবারো ভরা কোটাল এর আশঙ্কায় দিন গুনছে উপকূলবর্তী এলাকার মানুষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে আজকে ২ ডিগ্রি কম। মৌসুমী বায়ুর প্রভাবে এই তাপমাত্রা হ্রাসের ঘটনা বলে জানা যাচ্ছে। শুধু তাই না, ৪৮ ঘন্টা আগে এই তাপমাত্রা ছিল ৩ ডিগ্রী বেশি। সেখান থেকে এই তাপমাত্রার হ্রাস বেশ স্বস্তি বলা যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বর্ষা যদি পশ্চিমবঙ্গে প্রবেশ করে তাহলে এই তাপমাত্রা আরো নামবে।

তবে যশ পরবর্তী সময়ে উপকূলবর্তী এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ভরা কোটাল এর প্রভাবে। এবারের বৃষ্টির পরেও অমাবস্যার ভরা কোটাল এর সম্ভাবনা রয়েছে। এর ফলে আতঙ্কে দিন কাটছে উপকূলবর্তী এলাকার মানুষের। বহু বাড়ি ইতিমধ্যেই জলের তলায় তলিয়ে গিয়েছিল। আবারো যদি ভরা কোটাল আসে তাহলে নদী তীরবর্তী এলাকার মানুষের সমস্যা বাড়বে বৈ কমবে না। সবমিলিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস একদিকে যেমন স্বস্তির অন্যদিকে আবার বেশ ভয়েরও বটে।

About Author