Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘নিখিলের সঙ্গে বিয়ে হয়নি, লিভ ইন সম্পর্কে ছিলাম’, বিস্ফোরক মন্তব্য নুসরতের

টলিউডে এই মুহূর্তের সবচেয়ে চর্চিত খবর হল নুসরত জাহানএর মা হওয়ার খবর। সত্যিই কি অভিনেত্রী অন্তঃসত্ত্বা? আর যদিও তিনি অন্তঃসত্ত্বা হন তাহলে সবাই নুসরতের সন্তানের জনক কে। এই প্রশ্ন টলিপাড়া…

Avatar

By

টলিউডে এই মুহূর্তের সবচেয়ে চর্চিত খবর হল নুসরত জাহানএর মা হওয়ার খবর। সত্যিই কি অভিনেত্রী অন্তঃসত্ত্বা? আর যদিও তিনি অন্তঃসত্ত্বা হন তাহলে সবাই নুসরতের সন্তানের জনক কে। এই প্রশ্ন টলিপাড়া থেকে নুসরত ফ্যানেদের। নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নুসরতের প্রাক্তন স্বামী নিখিল জৈন জানিয়েছেন, গত সাতমাস ধরে নুসরতের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। সুতরাং নুসরত যদি অন্তঃসত্ত্বা হন, তাহলে তাঁর সন্তানের পিতা নিখিল নন। এদিকে নুসরতের বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত এখনও অবধি এই ব‍্যাপারে কোনো কথা বলেননি।

অবশেষে নিজের মৌনতা তুলে নিলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। নুসরত জানান, বিবাহ আইন অনুযায়ী তারা আদপেই বিবাহিত নন, নিখিলের সঙ্গে শুধুমাত্র লিভ-ইন রিলেশনশিপে ছিলেন নুসরত জাহান তথা সাংসদ। নিখিলের সঙ্গে নিজের বিয়ে অস্বীকার করলেন অভিনেত্রী। ২০১৯ এ তুরস্কের বোদরুমে গিয়ে বিয়ে করেন নুসরত জাহান আর নিখিল জৈন। কিন্তু তুরস্কের বিবাহ আইন অনুযায়ী তা অবৈধ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নুসরতের মা হওয়ার খবর জানার পর থেকে নুসরতের বিরুদ্ধে নানান অভিযোগ এনেছেন নিখিল জৈন। অবৈধ বিয়ে বলার পাশাপাশি অভিনেত্রী একটি লম্বা বিবৃতি দিয়ে নুসরত জানিয়েছেন, নিখিল যে বলছেন নুসরতের বোনের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন নিখিল বা নিখিলের টাকায় এখনো অধিকার বসাচ্ছেন নুসরত, সেই সব কিছু অস্বীকার করেছেন। তিনি আরো জানিয়েছেন, এমনকি তার কাছে ব্যাংক স্টেটমেন্ট ও অন্যান্য প্রমাণ আছে একথাও বলেছেন অভিনেত্রী।

নিজের ব্যক্তিগত জীবন মানুষের সামনেআনতে চান না বলে তিনি মুখ খোলেননি। নুসরত চুপ থেকেছেন বলেই, তার সুযোগ নিয়ে নিখিল নিজেকে নায়ক প্রমাণ করার চেষ্টা করছেন। নিখিলের উদ্দেশ্যে এই কথাই বললেন নুসরত জাহান। নুসরতকে নিয়ে প্রথম কথা বলতে শুরু করেন নিখিল নিজে, তবে এই প্রথমবার নিখিলের বিরুদ্ধে এই কথাগুলো বললেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। যদিও নুসরতের এই অভিযোগের বিরুদ্ধে এখনো কোনো কথা বলেননি নিখিল জৈন।

About Author