পেজ থ্রিতে এখন খবরের শিরোনামে আছেন নুসরত জাহান। স্যোশাল মিডিয়ায় এই মুহূর্তের ব্রেকিনহ নিউজ একটাই। ‘মা হচ্ছেন নুসরত জাহান। তবে এই বিষয়ে অবশ্য এখনও কিছু খোলসা করেননি অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ। কিন্তু তাঁর স্যোশাল মিডিয়ায় শেয়ার করা একাধিক স্ট্রোরিতে প্রকাশ পাচ্ছে তাঁর মনের কিছু অভিব্যক্তি। সম্প্রতি জুনের ৩ তারিখ ছিল টলিউডে নুসরতের ১০ বছর। এই দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল নুসরত অভিনীত প্রথম ছবি জিত। এরপর ৪ই জুন এক সংবাদমাধ্যমে অভিনেত্রী জানান, কেরিয়ারের এই সাফল্যের পর তিনি একজন সন্তানের মা হতে চান। তবে এ বিষয়ে এখনো সরাসরি কোনো কথা বলেননি।
তবে এই ৪৮ ঘন্টায় টলিপাড়ায় শুরু হয় নানান গুঞ্জন। তবে এখনো অভিনেত্রী স্বীকার করেননি তিনি আদেও অন্তঃসত্ত্বা কিনা। তবে নুসরতের মা হওয়া নিয়ে চিন্তা এখন নেটিজেনদের ও। নেটিজেনরাও নানারকম মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রীর ইনস্টাগ্রামের দেওয়াল। প্রশ্ন অনেকের অনেক তবে নুসরত এখন স্পিকটি নট। অভিনেত্রী আগেও জানিয়েছেন তিনি নিজের জীবন নিয়ে বেশি পাবলিক করতে চাননা। তবে তিনি নিজের মতো নিজের জীবন গোছাতে জানেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল বলেছেন, সাত মাস নুসরতের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই, তিনি এই সন্তান সম্পর্কে কিচ্ছুই জানেন না। অন্যদিকে যশ দাশগুপ্ত এই প্রসঙ্গে কোনো কথা বলেননি।এই সবের মাঝেই ইনস্টাগ্রামে একের পর এক বার্তা দিয়ে চলেছেন নুসরত। প্রথমেই নুসরত লিখেছেন,‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’। তাহলে এটি কিসের ইঙ্গিত দিলেন।
এরমধ্যে তিনি জানান, ‘অন্তরঙ্গতা মানেই কিন্তু যৌনতা নয়’। এবার নুসরতের ইনস্টাগ্রাম স্টোরিতে হলিউডের জনপ্রিয় সিরিজ ‘দ্য টোয়াইলাইট সাগা’-র একটি দৃশ্য শেয়ার করলেন। যেখানে দেখা যাচ্ছে, ছবির হিরো ‘ভ্যাম্পায়ার’ রবার্ট প্যাটিনসন নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্টের উদ্দেশে বলছেন, ‘‘আমি চাই না তুমি এসো’। এরপর নায়িকা বলছেন, ‘তুমি চাও না আমি আসি?’, পাল্টা জবাব আসে ‘না’। এক নিষিদ্ধ প্রেমের গল্প বলে এই সিরিজ, যেখানে এক মানব ও দানবের এক দরুণ প্রেম কাহিনি উঠে এসেছে। এরপরই অনেকের প্রশ্ন এই প্রেমে বাধা, বিরহের এই দৃশ্য হঠাৎ কেন মাথায় এল নুসরতের? তাহলে কি কোনও বার্তা দিলেন অভিনেত্রী? কিন্তু কাকে? নিখিল না যশ। তবে এই উত্তর পাওয়া যায়নি।