Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক চার্জে চলবে টানা ১৪০ কিমি, লঞ্চ হল Felo-এর আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটার

চীনা ইলেকট্রিক স্কুটার তথা বাইক নির্মাতা কোম্পানি Felo তাদের এক নতুন ইলেকট্রিক স্কুটার Felo FWO6 কে ইতিমধ্যেই লঞ্চ করে দিয়েছে। এই স্কুটারটিকে ডিজাইনের দিক থেকে অনেকটা Kymco F9 ইলেকট্রিক স্কুটারের…

Avatar

By

চীনা ইলেকট্রিক স্কুটার তথা বাইক নির্মাতা কোম্পানি Felo তাদের এক নতুন ইলেকট্রিক স্কুটার Felo FWO6 কে ইতিমধ্যেই লঞ্চ করে দিয়েছে। এই স্কুটারটিকে ডিজাইনের দিক থেকে অনেকটা Kymco F9 ইলেকট্রিক স্কুটারের মতো দেখতে করেছে কোম্পানি। সম্প্রতি Felo তাদের চার্জিং টেকনোলজির বিকাশের জন্য Kymco এর মতো কোম্পানির সাথে হাত মিলিয়েছে। বলা বাহুল্য, এই স্কুটারকে দুটি বিকল্পের সাথে লঞ্চ করেছে কোম্পানি। একটি বিকল্প হল GL এবং অপরটি DX। GL এর দাম রাখা হয়েছে ভারতীয় ৩ লাখ ৫ হাজার টাকার সমান। অন্যদিকে DX এর দাম রাখা হয়েছে ভারতীয় ৩.৮ লাখ টাকার সমান।

কোম্পানির তরফ থেকে Felo FW06 ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে বিশ্বের প্রথম ২ স্পিড টান্সমিশন প্রযুক্তি। অন্যদিকে পাওয়া প্রদানের জন্য এই স্কুটারে দেওয়া হয়েছে ৬KW এর মোটর, যা ১০Kw এর পাওয়ার এবং ৩০Nm এর টর্ক জেনারেট করতে সক্ষম। কোম্পানির তরফ থকে দাবি করা হয়েছে যে এই স্কুটার সর্বোচ্চ ১১০ kmph গতিবেগে চলতে সক্ষম। স্কুটারটির GL বিকল্পটিতে রয়েছে ৮০Ah এর লিথিয়াম আয়ন ব্যাটারি, অন্যদিকে DX বিকল্পটিতে রয়েছে ৮৮Ah এর ব্যাটারি। কোম্পানি আরও দাবি করেছে যে, এই ব্যাটারি এক বার চার্জে একটানা ১৪০ কিমি চলতে সক্ষম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Felo FW06 ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে স্মার্টফোন কানেকক্টিভিটি ।কেবল তাই নয় রয়েছে ৫ ইঞ্চির বড় ডিসপ্লেও। তবে এই স্কুটার ভারতে কোনও দিন লঞ্চ হবে নাকি সেই বিষয়ে কিছুই জানা যায়নি। তবে ভারতীয় গ্রাহকদের জন্য রয়েছে Ather কোম্পানির Ather 450X ইলেকট্রিক স্কুটার। গ্রাহক চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এই স্কুটারের ওপরে।

About Author