তিনি আরো লিখলেন, ” তাঁরা খুব ব্যক্তিগত মানুষ, এই খুশির দিনটা তাঁদের কাছের মানুষজনের সঙ্গেই ভাগ করে নিয়েছেন। ভালোবাসা আর বন্ধুত্বের এই নতুন সফরে আপনাদের সকলের ভালোবাসা, আর্শীবাদ ও শুভেচ্ছা একান্ত কাম্য’। এই ছবি পোস্ট হতেই নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর, জ্যাকলিন ফার্নান্দিজ, বিক্রান্ত মেসি, সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, কার্তিক আরিয়ানরা। অনুগামীরাও শুভেচ্ছা জানালেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।
ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারলেন অভিনেত্রী ইয়ামি গৌতম, রইল সমস্ত ছবি
একদিকে করোনা আবহ অন্যদিকে দেশের নানান প্রান্তে লকডাউন। এর মাঝেই বলিউডে বাজলো বিয়ের সানাই। হাজার খারাপ খবরের মাঝে বিনোদন জগতে খুশির হাওয়া বইছে। চুপি চুপি সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী ইয়ামি…

আরও পড়ুন