Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মমতাকে সম্মান জানিয়ে প্রার্থী দেবে না কংগ্রেস, সাফ জানিয়ে দিলেন অধীর চৌধুরী

মমতাকে সম্মান জানিয়ে আগামী উপনির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করবেনা কংগ্রেস। একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর হাইকমান্ডের নির্দেশে এমনটাই ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এবারের বিধানসভা নির্বাচনে…

Avatar

By

মমতাকে সম্মান জানিয়ে আগামী উপনির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করবেনা কংগ্রেস। একুশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর হাইকমান্ডের নির্দেশে এমনটাই ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এবারের বিধানসভা নির্বাচনে একটি আসনও কংগ্রেসের ঝুলিতে আসেনি। এটিকে অধীর চৌধুরীর ব্যর্থতা এবং তৃণমূল কংগ্রেসের অতি বিরোধিতার ফল বলে মন্তব্য করেছেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা বীরাপ্পা মইলি। অধীর চৌধুরীকে প্রধান দেশ হিসেবে চিহ্নিত করে তাকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে কংগ্রেসের অন্দরে। তার পাশাপাশি, চিঠিও পড়েছে কংগ্রেসের সদর দপ্তরে।

ঘরে-বাইরে চাপ এর মধ্যেই এবারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি জানিয়ে দিলেন উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দিয়ে কংগ্রেস তাকে সম্মান প্রদর্শন করবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটা কি কোনরকম নতুন সমীকরণের ইঙ্গিত? সেরকমই মনে করছেন রাজনৈতিক কুশীলবেরা। তবে কংগ্রেসের আবার অনেকে মনে করছেন নিজের গদি বাঁচানোর জন্য অধীর চৌধুরী এরকম পদক্ষেপ গ্রহণ করছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তাদের মতামত যদি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাতেই চান তাহলে সরাসরি জোট থেকে বেরিয়ে আসছেন না কেন? তাদের দাবি যদি সংযুক্ত মোর্চা থেকে বেরিয়ে না আসেন, তাহলে আপনি প্রার্থী দিচ্ছেন না সেটা কি করে বলতে পারছেন, কারণ সংযুক্ত মোর্চা থেকে তো প্রার্থী দেওয়া হচ্ছে এবং সম্ভবত প্রার্থী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়।

প্রথম থেকেই রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসেবে পরিচিত হলেও এই মুহূর্তে অধীর চৌধুরীর অবস্থা রাজ্য রাজনীতিতে নিয়ে খুব একটা ভালো না। কংগ্রেসের অন্দরেই অনেকে তাকে নিয়ে বিরোধিতার সুর চড়িয়েছেন। এবারে ভবানীপুর কেন্দ্র থেকে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। আর সেই কেন্দ্রে মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন না কংগ্রেস। উল্টোদিকে অধীর বলছেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে। আর, ভবানীপুরের মত একটি কেন্দ্রে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা এবং প্রতিপত্তি অনেকটা বেশি, সেরকম একটি জায়গায় কংগ্রেস কেন, কোন বিরোধী দলের পক্ষেই মমতার বিরুদ্ধে টিকে থাকাটা সহজ নয়। এই কারণে মুখ্যমন্ত্রী যেহেতু নিজে নির্বাচনে দাঁড়াচ্ছেন, তাই সেই অবস্থায় কংগ্রেসের প্রার্থী দেওয়ার কোনো প্রয়োজন নেই বলেই মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী।

About Author