Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Video: জুন আন্টির কপালে শেষ পর্যন্ত জুটলো জুতো পেটা, ভাইরাল ভিডিও

শ্রীময়ী ধারাবাহিকে প্রায় দুমাস দেখা ছিল না দুষ্টু জুনের। তবে ফের আধ ঘাট বেঁধে শ্রীময়ীর জীবনে প্রবেশ ঘটলো ফের জুন। তবে শ্রীময়ী হাসিমুখে আনন্দলোকে জুনকে ফিরিয়ে আনলেও দর্শক তা করেননি।…

Avatar

By

শ্রীময়ী ধারাবাহিকে প্রায় দুমাস দেখা ছিল না দুষ্টু জুনের। তবে ফের আধ ঘাট বেঁধে শ্রীময়ীর জীবনে প্রবেশ ঘটলো ফের জুন। তবে শ্রীময়ী হাসিমুখে আনন্দলোকে জুনকে ফিরিয়ে আনলেও দর্শক তা করেননি। বরং জুনকে দর্শকের থেকে পেতে হল জুতোপেটা। হ্যাঁ এটি পুরো সত্যি ঘটনা। জুন ওরফে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী সরাসরি জুতো না পেলেও টিভির স্ক্রিনের পর্দাতে জুতোর বাড়ি পেলেন এক মহিলার থেকে।

এই ঘটনাটির ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। শ্রীময়ী ধারাবাহিকের জুন আন্টির গা জ্বালানো কিছু কার্যকলাপ দেখে এক সময় উত্তেজিত হয়ে কখও রিমোট কনট্রোল দিয়ে টিভির স্ক্রিনে মারলেন তো কখনও মেঝেতে পড়ে থাকা হাওয়াই চটি তুলে টিভির স্ক্রিনেই জুন আন্টি এবং তাঁর প্রাক্তন স্বামী অনিন্দ্য-কে পেটাচ্ছেন এক ভদ্রমহিলা। এত মন দিয়ে তিনি ধারাবাহিক দেখছিলেন যে তিনিই শ্রীময়ীর কষ্ট আর নিজের চোখে দেখতে পাচ্ছিলেননা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জুন আন্টির নেগেটিভ চরিত্রের অভিনয়ে তিনি খানিকটা ভেসেই গিয়েই এই কাজ করে বসেন। আর এই ঘটনাই নিজের মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেছেন তাঁর ছেলে। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছেন ‘তেমন কিছু না। জুন আন্টির অভিনয় দেখে মা একটু উত্তেজিত হয়ে গিয়েছিল’। ঘটনাটি এতটাই মজার যে এই ভিডিও রেকর্ড করার সময় তাঁর নিজের ছেলেও হাসি চেপে রাখতে পারেননি। এই পোস্ট শেয়র হতেই হু হু করে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।

পোস্টের কমেন্ট সেকশনে বহু মজার কমেন্টও করেছেন বহু নেট নাগরিক। কেউ বলছেন, ‘ এই কাকিমাকে সামলাও নইলে ঘরে নতুন টিভি আনতে হবে’। আবার কেউ লিখেছেন ‘মাসিমা, এই ভাবে মারলে তো টিভি ভেঙে যাবে তো’। আবার কেউ লিখলেন, একেই বলে জুন আন্টির জ্বলওয়া’। এই গোটা ঘটনা দেখে সকলেই হেসে লুটোপুটি খাচ্ছে। তাহলে কি এখানেই ঊষসী চক্রবর্তীর এই নেগেটিভ চরিত্রের স্বার্থকতা। এইভাবে মানুষ প্রতিক্রিয়া দেবেন তা তিনি স্বপ্নে ভেবেছিলেন কিনা তা সন্দেহ সকলের। তবে এতেই হয়তো জুন আন্টির সফলতা।

About Author