Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sreemoyee: অনিন্দ্যের সাথে প্রেম করতে গিয়ে অঘটন ঘটাল মিঠুদি, জানুন কী?

বাঙালি মা কাকিমার প্রিয় ধারাবাহিকের মধ্যে 'শ্রীময়ী' হল বেশ জনপ্রিয়।ধারাবাহিকের শুরু থেকেই দেখানো হয়েছিল হয় শ্রীময়ী একজন গৃহবধূ। শ্বশুর, শাশুড়ি, স্বামী আর তিন সন্তানকে নিয়ে সংসার। চিরকাল শশুরবাড়ি, স্বামী, সন্তানদের…

Avatar

By

বাঙালি মা কাকিমার প্রিয় ধারাবাহিকের মধ্যে ‘শ্রীময়ী’ হল বেশ জনপ্রিয়।ধারাবাহিকের শুরু থেকেই দেখানো হয়েছিল হয় শ্রীময়ী একজন গৃহবধূ। শ্বশুর, শাশুড়ি, স্বামী আর তিন সন্তানকে নিয়ে সংসার। চিরকাল শশুরবাড়ি, স্বামী, সন্তানদের কাছে অবহেলিত একটি চরিত্র শ্রীময়ী। আর শ্রীময়ীর চির শত্রু জুন আন্টি আর পরম বন্ধু রোহিত সেন। এই ধারাবাহিকের যেমন জনপ্রিয়তা বেড়েছে একইভাবে বেড়েছে এই ধারাবাহিকের নানান মিম। শ্রীময়ী আর মিমের সম্পর্ক খুব পুরোনো। যখনই কোনো এপিসোডের প্রমো দেখানো হয়ে থাকে তখনই সোশ্যাল মিডিয়াতে তৈরী এক একটি মিম।

শ্রীময়ী, জুন আন্টি আর অনিন্দ্য বাবুর মিম এর মধ্যে বেশ জনপ্রিয়। এদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রায়শই নানান মিম তৈরী হয়। তবে এবারে আর জুন আন্টি নয় জুনের জায়গা নিয়ে নিল শ্রীময়ীর প্রিয় মিঠু দি। হ্যাঁ কি করে ভাবছেন তো। খোলসা করেই বলা যাক। শ্রীময়ীর সঙ্গী হল মিঠু দি। নিজের প্রিয় বৌদির জন্য বাড়ির মালিকদের সাথে ঝগড়া করতে পিছপা হননি তিনি। এবার সেই মিঠু দি নাকি করছেন অনিন্দ্যর সাথে। এরকম কথা বললেন এক নেট ইউজার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একজন নেটাগরিক এ বার মিঠুদির আর অনিন্দ্যর দিকে প্রশ্ন তুলে একটি মজার পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। তাঁর এই পোস্ট অনুযায়ী৷ দেখা যাচ্ছে, শ্রীময়ীয়ের প্রাক্তন স্বামী অনিন্দ্যর সঙ্গে প্রেম করতে গিয়ে নাকি মিঠুদি কুঁয়োয় জলে পরে গেছে। নেটমাধ্যমে এই পোস্টটির শেয়ার করে সেই স জনৈক ইউজার লিখেছেন ‘অনিন্দ্যদার সাথে প্রেম করতে গিয়ে মিঠুদি বেকায়দায় কুঁয়োতে পরে গেছে। সবার দৃষ্টি আকর্ষণ করছি এই উদ্ধার কার্য চালানোর জন্য’। তাহলে কি শ্রীময়ীর আড়ালে সত্যি সত্যি এই জুটি প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন।

Sreemoyee: অনিন্দ্যের সাথে প্রেম করতে গিয়ে অঘটন ঘটাল মিঠুদি, জানুন কী?

না এরকম কোনো ঘটনাই ঘটেনি। এটা পুরোটাই মজা এই লকডাউনে বাড়ি বসে। মিঠু দি কুয়োর এই দৃশ্যায়ন টা সত্যি তবে তা শ্রীময়ী ধারাবাহিকে নয়। এই দৃশ্যটি জিৎের ‘আওয়ারা’ সিনেমার। এই সিনেমার একটি দৃশ্যে অভিনেতা খরাজ আর সকলের প্রিয় মিঠু ওরফে শর্মিলা দাস কুঁয়োর ওপর বসে প্রেমালাপ করছিলেন। এর মাঝেই ইচ্ছে করে জিৎ খরাজকে ‘ও মদনদা’ বলতেই ভয় পেয়ে শর্মিলা কুঁয়োর মধ্যে পড়ে যান। আর এটাকে নিয়ে তৈরী হয় মিমি। তবে এই মিম পোস্ট হতেই বহু নেট নাগরিক হাস্যকর হিসেবেই নিয়েছেন। কেউ আবার এই অনিন্দ্য আর মিঠুর প্রেম নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। তবে এই পোস্ট বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

About Author