Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sonam Kapoor: ‘এবাার বিছানায় এসো’, স্বামীর পোস্টের প্রতিক্রিয়া জানালেন সোনম কাপুর

গত জুলাই মাসেই করোনা পরিস্থিতিতে স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে ফিরে গিয়েছিলেন সোনম কাপুর। তারপর থেকে লন্ডনের নটিং হিলের বাড়িতেই সময় কাটছেন এই লাভ বার্ডস। এখন অভিনয় থেকে একটু দূরে…

Avatar

By

গত জুলাই মাসেই করোনা পরিস্থিতিতে স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে ফিরে গিয়েছিলেন সোনম কাপুর। তারপর থেকে লন্ডনের নটিং হিলের বাড়িতেই সময় কাটছেন এই লাভ বার্ডস। এখন অভিনয় থেকে একটু দূরে থেকে স্বামীর সাথে সংসারে বেশ ভালোই ব্যস্ত হয়ে পড়েছেন সাওয়ারিয়া নায়িকা। তবে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ সক্রিয় অনিল কন্যা। যেমন ২০২১-কে একসঙ্গেই স্বাগত জানিয়েছিলেন সোনম ও আনন্দ আহুজা। তাও অভিনব ভাবে। নতুন বছরকে সোনম আলিঙ্গন করলেন স্বামীর সঙ্গে উষ্ণ চুমু শেয়ার করে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০১৮ সালের ৮ মে মুম্বইতে দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী আনন্দ আহুজাকে বেশ জাঁকজমক করেই বিয়ে করেছিলেন সোনম। চলতি মাসের শুরুতেই দেখতে দেখতে এই লাভ বার্ডস নিজেদের বিবাহিত জীবন তিন বছর পূর্ণ করল।বিয়ের পর বলিউডে এরাও হ্যাপিলি ম্যারেড কাপল। সোনম বিয়ের পর প্রায়শই আনন্দের সাথে নানান ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। এখন এই করোনা আবহে সিনেমা না করলেও স্বামীর সাথে বিদেশে বেশ ভালোই আছেন।

সম্প্রতি সেরকম একটি পোস্ট বেশ ভাইরাল নেটদুনিয়াতে। তবে ছবির থেকে সোনমের এই কমেন্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। আনন্দ নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সোনমের সাথে একটি মিষ্টি ছবি শেয়ার করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে ব্রিটেনের একটি রাস্তার ধারে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর এই ছবির নীচে ক্যাপশনে লেখেন, ‘সবসময় তোমার পাশে। যেহেতু পাইনি, তাই আমি আমাদের বিবাহবার্ষিকীতে এই ছবিগুলো শেয়ার করতে পারিনি, এখন শেয়ার করছি’। তারপরই সোনম কমেন্ট করে বসেন,ভালবাসি তোমায়, ভালবাসি তোমায়, ভালবাসি তোমায়… এবাার বিছানায় এসো’। যা দেখে সকলের চোখ আটকে গেছে। তবে আনন্দের এই পোস্ট শোরগোল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।

২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে রণবীর কাপুরের সঙ্গে বলিউডে ডেবিউ করেছিলেন সোনম। তবে এই সিনেমা ফ্লপ হলেও প্রথম সিনেমার গান গুলি বেশ হিট হয়। তবে ‘নীরজা’ এবং ‘খুবসুরাত’-এর মতো ছবিতে অভিনয় করার জন্য প্রচুর খ্যাতি অর্জন করেছেন তিনি। সোনমের শেষ ছবি ছিল, ২০১৯ সালের দ্য জোয়া ফ্যাক্টর যা একেবারেই ব্যর্থ হয় বক্সফিসে। সম্প্রতি নেটফ্লিক্সের সিরিজ ‘একে ভার্সেস একে’তে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। অভিনেত্রীর হাতে রয়েছে শোম মাখিজা পরিচালিত ছবি ‘বিলিন্দ’। এই ছবিতে অভিনেত্রীকে এক দৃষ্টিহীনের চরিত্রে দেখা যাবে।

About Author