Jio এর সাথে এইবার জোট বেঁধেছে টেক জায়েন্ট তথা সার্চ ইঞ্জিন কোম্পানি Google। সাধ্যের মধ্যে স্মার্টফোন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে Google এর CEO সুন্দর পিচাই এর সম্পর্কে। গত বছরই Jio এর ৭.৭ শতাংশ শেয়ার কিনে নিয়েছিল টেক জায়েন্ট Google। ৩৩,৭৩৭ কোটি টাকার বিনিময়ে কেনা হয়েছিল এই শেয়ার। অন্যদিকে Jio এবং Google এর মাঝে হয়েছিল ব্যবসায়িক চুক্তিও। এর মাধ্যমেই কম দামে স্মার্টফোন আনতে চলেছে এই দুই সংস্থা।
বৃহস্পতিবার তথা আজ একটি সাংবাদিক বৈঠকে Google এর CEO সুন্দর পিচাই বলেন, যে স্মার্টফোনের দাম সকলেই দিতে পারবেন, এমনই এক ফোন বানাতে চলেছে এই দুই সংস্থা এক সাথে। এই বিষয়ে ইতিমধ্যেই Google এর সাথে কাজ শুরু করে দিয়েছে Jio। তবে কবে এই ফোন বাজারে লঞ্চ করা হবে সেই বিষয়ে এবং কি কি ফিচার থাকবে ফোনে এখনও কোনও তথ্যই জানানো হয়নি কোম্পানির পক্ষ থেকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowGoogle এবং Jio এর মেলবন্ধনে যে ফোন তৈরি করা হবে, তা যে কেবল সাধ্যের মধ্যেই থাকবে তা নয়, তার মধ্যে থাকবে কম দামে কলিং এবং ইন্টারনেট পরিষেবা। এর ফলে অনেক গ্রাহকেরই সুবিধা হবে বলে জানানো হয়েছে কোম্পানি দুটির পক্ষ থেকে। জানা গিয়েছে, গত বছর জুন মাসে Google এর পক্ষ থেকে ‘Google for India Digitisation Fund’ এর কথা ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের ৭৫ হাজার কোটি টাকার কথা জানানো হয়েছিল সুন্দর পিচাই এর পক্ষ থেকে। তার ফলে আগামী পাঁচ থেকে সাত বছরের মাঝে দেশে ‘ডিজিটাল টেকনোলজি’ বহুল ভাবে প্রচলন করা হবে।