Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মারাত্মক ভুল! প্রথম ডোজে কোভিশিল্ড, আর দ্বিতীয় ডোজে কোভ্যাকসিন পেলেন গ্রামবাসীরা

প্রথম ডোজে নিয়েছিলেন কোভিশিল্ড, আর দ্বিতীয় ডোজে শরীরে প্রবেশ করল কোভ্যাকসিন! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার একটি গ্রামে। নেপাল সীমান্ত ঘেষা ঐ গ্রামের সরকারি হাসপাতালে টিকাকরণের এই নজির…

Avatar

By

প্রথম ডোজে নিয়েছিলেন কোভিশিল্ড, আর দ্বিতীয় ডোজে শরীরে প্রবেশ করল কোভ্যাকসিন! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার একটি গ্রামে। নেপাল সীমান্ত ঘেষা ঐ গ্রামের সরকারি হাসপাতালে টিকাকরণের এই নজির দেখে চক্ষু চড়কগাছ সকলের। সিদ্ধার্থনগর জেলার এই সরকারি হাসপাতালে ২০ জনের দেহে ভুল টিকাকরন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

যদিও এই ভুল টিকাকরণ এর পরেও এখনো পর্যন্ত কোন ব্যক্তির দেহে কোনরকম বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। গ্রামবাসীরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ওই হাসপাতালে গিয়ে গ্রহণ করেছিলেন কোভিশিল্ডের প্রথম ডোজ। তারপর ১৪ মে দ্বিতীয় ডোজ নেওয়ার সময় তাদের দেহে কোভ্যাকসিন দেওয়া হয়। যদিও সিদ্ধর্থনগরের মুখ্য মেডিকেল অফিসার এই ঘটনাটিকে ‘ভুল’ বলে আখ্যা দিলেও নেটিজেনদের রোষের মুখে পড়েছে উত্তরপ্রদেশের ওই হাসপাতালটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওই হাসপাতালে যে সমস্ত স্বাস্থ্যকর্মী এই ভুল টিকাকরণ করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। অন্যদিকে, খবরটি জানাজানি হওয়ার পরে চিন্তায় রয়েছেন সিদ্ধার্থনগর এলাকার ওই গ্রামবাসীরা। সবথেকে দুশ্চিন্তার বিষয়টি হলো, এই টিকাগ্রহণকারীদের মধ্যে বেশকিছু বয়স্ক মানুষ রয়েছেন।

যদিও, এই ককটেল ভ্যাকসিন নিয়ে কিন্তু বিশ্বে বেশ কিছু জায়গায় গবেষণা চলছে। বিজ্ঞানীরা খুঁজে বের করার চেষ্টা করছেন, দুটি আলাদা আলাদা ভ্যাকসিন গ্রহণ করলে শরীরে কি প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে নাকি কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। যদি গবেষণায় কোনো ইতিবাচক দিক উঠে আসে তাহলে কিন্তু ককটেল টিকাকরণ নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। তাহলে পরোক্ষভাবে যদি কম্বিনেশন টিকাকরণের উপর জোর দেওয়া যায় তাহলে ভ্যাকসিনের যে সংকট রয়েছে তা কিছুটা হলেও মেটানো সম্ভব। তবে অনেক চিকিৎসক কিন্তু এখনও পর্যন্ত একই ভ্যাকসিন এর দুটি ডোজ দেওয়াটাকেই যুক্তিসংগত মনে করছেন।

About Author