Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sreelekha Mitra : শ্রীলেখাকে ‘থলথলে বৌদি’ বলে কটাক্ষ রিমঝিমের, সোশ্যাল মিডিয়ায় মক্ষোম জবাব অভিনেত্রীর

শ্রীলেখা মিত্র টলিউডের স্পষ্টভাষী অভিনেত্রীদের মধ্যে একজন। সোজা কথা সোজা করে বলতে বেশি ভালোবাসেন। অভিনেত্রী রাজনৈতিক বিবাদ ও স্পষ্ট ভাষায় বলতে ভালোবাসেন। এবারে অভিনেত্রীকে ‘বডি শেমিং’-এর বিরুদ্ধে কড়া জবাব দিলেন…

Avatar

শ্রীলেখা মিত্র টলিউডের স্পষ্টভাষী অভিনেত্রীদের মধ্যে একজন। সোজা কথা সোজা করে বলতে বেশি ভালোবাসেন। অভিনেত্রী রাজনৈতিক বিবাদ ও স্পষ্ট ভাষায় বলতে ভালোবাসেন। এবারে অভিনেত্রীকে ‘বডি শেমিং’-এর বিরুদ্ধে কড়া জবাব দিলেন শ্রীলেখা। পাশাপাশি যেন, এও বুঝিয়ে দিলেন প্রত্যেক নারীর শরীর ব্যক্তিগত সম্পত্তি।

বুধবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিজের কিছু ছবি সাথে একটি কমেন্ট পোস্ট করেছেন। সেই কমেন্টটি কোনো নেট নাগরিক না করেছে টেলিপাড়ার একজন নামী অভিনেত্রী। তিনি আর কেউ না টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র। শ্রীলেখার সেই পোস্টে রিমঝিমের কুরুচিকর মন্তব্যটি বেশ স্পষ্টত বোঝা যাচ্ছে। যেখানে অভিনেত্রীকে বডি শেমিং এর সাথে রাজনৈতিক দিক দিয়ে কটু কথা বলতে ছাড়েননি রিমঝিম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কি সেই কমেন্ট? শ্রীলেখার শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে অভিনেত্রীর সেই মন্তব্য, ‘থলথলে বউদি আমায় ব্লকিয়েছে। কমরেট মাংস পিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে?মুদি মাস্ট রিসাইন? শ্রীলেখাও চুপ থাকার পাত্রী নয়। তিনিও উত্তরে লিখেছেন, ‘আগে নিজের দিকে নজর দাও। চাই না এটা নিয়ে খবর হোক। বেশি পাত্তা পেয়ে যাবে।’ এই কথাটি তিনি রিমঝিমকে ঠুকে বললেন।

তবে এই মন্তব্য দেখে রিমঝিমের ওপর ক্ষুব্ধ হয়েছেন। রিমঝিম এখন গেরুয়া দলের সদস্যা। একজন ইউজার লিখেছেন, বিজেপিতে যাওয়াতেই নাকি এরকম হয়েছেন অভিনেত্রী। আর একজন লিখেছেন, সমাজের সব থেকে বড় ধরণের নোংরা মনের মানুষ এরা। এই মানসিকতার মহিলাই একজন নারী হয়ে অপর নারীকে সন্মান, শ্রদ্ধা কিছুই করতে পারে না। কেউ কেউ লেখেন, এরই নাকি নারীবাদী, এরা নাকি নারীর অধিকার নিয়ে কথা বলে আর ভবিষ্যতে নাকি বলবে। অন্যজন লিখলেন যেমন দলে গেছে, মানুষের রুচি তো তেমন‌ই হবে’।

রিমঝিমের এই মন্তব্য দেখে চুপ থাকতে পারেননি ন অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব সুজয়প্রসাদও তিনি কমেন্টে লিখেছেন, এটা কীভাবে লিখলে রিমঝিম? শেষ পর্যন্ত তুমিও? তিনি আরো লেখেন, রিমঝিমের থেকে জবাব চাইছেন কিভাবে এইসব লেখেন কারণ তিনি অভিনেত্রীকে ছোট থেকে চেনেন। রিমঝিমের মতোই শ্রীলেখাও তাঁর খুব প্রিয়। তবে এই মন্তব্য আদেও রিমঝিম করেছে তা স্পষ্টত নয়। তবে রিমঝিমের এই মন্তব্য ভাইরাল এখন সোশ্যাল মিডিয়াতে।

About Author
news-solid আরও পড়ুন