Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পাসওয়ার্ড ছাড়াই কী করে আনলক করবেন ফোন? জানুন সহজ উপায়

বর্তমানে যুগে স্মার্টফোন ছাড়া এক মুহূর্তেও আমরা চালাতে পারিনা। বিনোদন থেকে সমস্ত জরুরী তথ্য সব কিছু ক্ষেত্রেই স্মার্টফোন থাকা প্রয়োজন। মনে করুন সেই স্মার্টফোন আপনি যদি ব্যবহার করতে না পারেন?…

Avatar

By

বর্তমানে যুগে স্মার্টফোন ছাড়া এক মুহূর্তেও আমরা চালাতে পারিনা। বিনোদন থেকে সমস্ত জরুরী তথ্য সব কিছু ক্ষেত্রেই স্মার্টফোন থাকা প্রয়োজন। মনে করুন সেই স্মার্টফোন আপনি যদি ব্যবহার করতে না পারেন? মনে করুন আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন, সেটা আপনার আর মনে থাকল না। সেই সময় কি সমস্যা হয়। কিন্তু এমন অবস্থায় চিন্তার কোনও কারণই নেই। সহজেই আনলক করতে পারবেন আপনার ফোন। কী করে ? জেনে নিন

পাসওয়ার্ড ভুলে গিয়ে কী করে স্মার্টফোন আনলক করবেন?

প্রথমেই জানানো প্রয়োজন যে, এর জন্য অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্টে লগ ইন থাকা প্রয়োজন। তবে সাধারণত নতুন ফোন প্রথম বার ওপেন করলেই কানেক্ট করাতে হয় Google অ্যাকাউন্ট। তাই এটি নিয়ে কোনও সমস্যা হওয়ার কথা নয়। চলুন জানা যাক এইবার কীভাবে করবেন আনলক,

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১। প্রথমে অন্য একটি স্মার্টফোন অথবা কম্পিউটারে google.com/android/devicemanager ওয়েবসাইট যান।
২। সেখানে Google account এ সাইন ইন করুন।
৩। সেখানে Google লগ ইন করার পরে আপনার স্মার্টফোনটির নাম শো করবে। সেটি সিলেক্ট করুন।
৪। এইবার সেখানে একটি বিকল্প পাবেন ‘Lock’। সেখানেই নতুন একটি পাসওয়ার্ড সেট করার বিকল্প থাকবে।
৫। এইবার নতুন পাসোয়ার্ড সেট করুন। এইবার সেখানে পাসওয়ার্ড ব্যবহার করে ফোনটি আনলক করতে পারবেন।

About Author