Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘বুয়া’ হবেন বিশ্বসুন্দরী, খুশিতে আনন্দে আত্মহারা অভিনেত্রী সুস্মিতা সেন

বিশ্বসুন্দরী থেকে সফল সিঙ্গেল মাদার! হ্যাঁ ইনি আর কেউ না বঙ্গতনয়া সুস্মিতা সেন। এই মহামারিতে শুধুই যখন খারাপ খবর তখন এই অভিনেত্রীর অন্দরমহলে এল খুশির খবর৷ সুস্মিতা এতদিন দুই মেয়ের…

Avatar

By

বিশ্বসুন্দরী থেকে সফল সিঙ্গেল মাদার! হ্যাঁ ইনি আর কেউ না বঙ্গতনয়া সুস্মিতা সেন। এই মহামারিতে শুধুই যখন খারাপ খবর তখন এই অভিনেত্রীর অন্দরমহলে এল খুশির খবর৷ সুস্মিতা এতদিন দুই মেয়ের মা ছিলেন। এবার অভিনেত্রী হতে চলেছেন পিসি থুরি বুয়া। খুব শীঘ্রই সেন বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। আর তার জন্য এখন থেকেই তিনি দিন গুনতে শুরু করে দিয়েছেন।

মা হতে চলেছেন অভিনেত্রী চারু অসোপা সেন। ইনি অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের স্ত্রী। ২৭ বছর আগে যেদিন বিশ্ব সুন্দরীর খেতাব জিতে পুরষ্কারের তাজ উঠেছিল সুস্মিতার মাথায় সেই আনন্দের দিনেই অভিনেত্রীর ভাই রাজীব সেন সকললকে জানালেন। বললেন এখন দুই থেকে তিন হওয়ার পালা। বাবা হতে চলেছেন তিনি। অভিনেত্রী চারু অসোপা সোশ্যাল মিডিয়ায় প্রথমবার তার বেবি বাম্প এর ছবি পোস্ট করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর এই সুখবর পেয়ে সবথেকে খুশি অভিনেত্রী সুস্মিতা। হবু পিসি সুস্মিতা সেন এই সুখবর পাওয়ার পর থেকে একাধিকবার চারু কে ফোন করেছেন, বার বার ফোনে প্রশ্ন করেছেন চারু এখন কেমন আছেন এমনকি নতুন সদস্যকে নিয়ে দারুণ উত্তেজিত মিস ইউনিভার্স। চারুর মা হওয়ার এই আনন্দের খবরের সাথে চারুর বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন চারুর আদুরে বড় ননদ সুস্মিতা। পাশাপাশি সুস্মিতা ‘বুয়া’ হওয়ার আনন্দে আত্মহারা সকলে।

এমনকি চারুর যত্ন নেওয়ার জন্য ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছেন। হবু মাকে কি কি সাবধানতা অবলম্বন করতে তার দিকেও নজর হবু পিসির। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী চারু জানিয়েছেন, তাঁর প্রথম সন্তান ডেলিভারি তারিখ সুস্মিতার জন্মদিনের সময়। তিনি চান তাঁদের সন্তান ছেলে মেয়ে যাই হোক সে যেন তাঁর ননদের মতো হোক। দিদি সুস্মিতার মতো ভাল মানুষ হোক এটাই তাঁর চাওয়া।

প্রসঙ্গত, সুস্মিতা সেনের বয়স যখন ২৪ তখন নিজের জীবনে অভিনেত্রী এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। অবিবাহিত অবস্থায় ২১বছর আগে সুস্মিতা সেন দত্তক নিয়েছিলেন বড় মেয়ে রেনেকে। কিছু বছর পর আলিশাকে দত্তক নিয়েছেন। দুই মেয়েকে পড়াশুনা শিখিয়ে আত্মনির্ভরশীল করেছেন। এবার রেনেসাকে মবলিউডে প্রতিষ্ঠিত করাই সুস্মিতার লক্ষ্য হয়ে উঠেছে এখন।

About Author