Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Cyclone Yaas: ‘যশ’-এর প্রভাবে বন্ধ ২৪ ঘন্টা বিমান পরিষেবা, চূড়ান্ত প্রস্তুতি কলকাতা বিমানবন্দরে

চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে নয়া আতঙ্ক যশ ঘূর্ণিঝড়। সকাল ৫ টার মৌসম ভবন রিপোর্ট অনুযায়ী এই ঝড় দীঘা থেকে মাত্র ৩৭০ কিলোমিটার দূরে রয়েছে। ঝড়টি সরাসরি কলকাতাতে আঘাত…

Avatar

চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে নয়া আতঙ্ক যশ ঘূর্ণিঝড়। সকাল ৫ টার মৌসম ভবন রিপোর্ট অনুযায়ী এই ঝড় দীঘা থেকে মাত্র ৩৭০ কিলোমিটার দূরে রয়েছে। ঝড়টি সরাসরি কলকাতাতে আঘাত না হানলেও, ঝড়ের প্রভাব অনুভূত হবে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে। আর সেই আশঙ্কাতেই জোরকদমে প্রস্তুতি নেওয়া শুরু করেছে কলকাতা পৌরসভা এবং রাজ্য প্রশাসন। এমনকি আমফানের বিপর্যয়ের কথা মাথায় রেখে কোনরকম ভুল করতে চায় না কোন কর্তৃপক্ষ। তাই গতবছর আমফানের জলমগ্ন এয়ারপোর্টের কথা মনে করে যশ মোকাবিলায় আগে থাকতেই প্রস্তুতি নেয়া শুরু করেছে দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ।

গতকাল অর্থাৎ সোমবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের অফিসে যৌথভাবে বৈঠক হয়। সেই বৈঠকে কলকাতা বিমানবন্দরকে বাঁচানোর জন্য একাধিক পদক্ষেপের কথা আলোচনায় উঠে আসে। জানা গিয়েছে বুধবার ভোর ৫ টা থেকে কলকাতা বিমানবন্দরে ২৪ ঘন্টা বিমান পরিষেবা বন্ধ থাকবে। এছাড়া বিমানবন্দরে যে সমস্ত অস্থায়ী ব্যারিকেড আছে তা ফাঁকা জায়গা থেকে সরিয়ে নেওয়া হবে। যে সমস্ত বিমান কলকাতা বিমানবন্দরে পার্কিং করা আছে তাদের চাকার সঙ্গে আঁটসাঁটভাবে দড়ি বেঁধে দেওয়া হবে। এর ফলে প্রবল বেগে ঝড় বইলেও বিমান ও বিমানবন্দরের কোন ক্ষতি হবে না। এছাড়া বিমানবন্দরের যে সমস্ত উঁচু বাতিস্তম্ভ আছে তা থেকে আলো নামিয়ে ফেলা হবে। প্রত্যেক গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ ও বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মীরা মোতায়েন থাকবেন। যাদের ছুটি নেওয়ার আবেদনপত্র ছিল তা বাতিল করা হয়েছে। এছাড়াও বিমানবন্দরে জরুরী পরিষেবার সাথে নিযুক্ত সমস্ত কর্মীদের ছুটি বাতিল হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার দুপুরে বালেশ্বর ও পারাদ্বীপের মাঝে এই ঝড় আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে। ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ১৮৫ কিলোমিটার। পূর্ব মেদিনীপুরে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা। তাই আগামীকাল অর্থাৎ বুধবারের জন্য পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে লাল সর্তকতা জারি করা হয়েছে।

About Author