Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জনসম্মুখে কথা বলার ভয় দূর করার উপায়গুলি জেনে নিন

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : জনসম্মুখে কোন স্পিচ বা বক্তৃতা দেওয়ার ভয় অনেকের মধ্যেই দেখা যায়। অনেকেই জনগণের সামনে কথা বলতে ভয় পান বা উদ্বেগে ভোগেন। তবে কিছু বিষয়…

Avatar

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : জনসম্মুখে কোন স্পিচ বা বক্তৃতা দেওয়ার ভয় অনেকের মধ্যেই দেখা যায়। অনেকেই জনগণের সামনে কথা বলতে ভয় পান বা উদ্বেগে ভোগেন। তবে কিছু বিষয় মেনে চললে এসব ভয় এড়ানো যায়।
স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট মায়োক্লিনিক জনগণের সম্মুখে কথা বলার ভয় কমানোর কিছু উপায় জানিয়েছেন। এই উপায় গুলি হল—

(১) বিষয় সম্পর্কে জানুন–

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনি যে বিষয়টি সম্পর্কে কথা বলবেন ঠিক করেছেন সেটি সম্পর্কে ভালোভাবে আগে জানতে হবে। আপনার যদি এই বিষয় সম্পর্কে অনেক বেশি জানা থাকে তাহলে ভুলে গেলেও আবার আলোচনায় ফিরে আসতে পারবেন। শ্রোতারা কি বিষয়ে প্রশ্ন করতে পারে বা কি ধরনের প্রশ্ন করতে পারে সে বিষয়টি একটু ভেবে নিয়ে উত্তরগুলো সাজিয়ে নিতে পারেন। তাহলে আপনার মধ্যে আত্মবিশ্বাস অনেকটা থাকবে।

(২) সংগঠিত থাকুন—

আপনি কি বিষয়ে কথা বলবেন সেটা নির্দিষ্ট করে তার কিছু audio-visual গ্রাফিক্স তৈরি করতে পারেন। যত সংঘটিত থাকবেন তত নিজের উপর ভরসা থাকবে ।একটি ছোট্ট কার্ডের ওপর বিষয়গুলোকে টুকে নিতে পারেন।

(৩) অনুশীলন—

ভালো করে কোন জিনিস অনুশীলন করা থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। যেকোনো বিষয়ে ভালো করার জন্য অনুশীলনের কোন বিকল্প হয় না। এছাড়াও আপনার পরিচিত কারো কাছে সেই প্রেজেন্টেশনটি দেখাতে পারেন এবং কেমন হয়েছে সেটি জানতে চাইতে পারেন। তাহলে বুঝতে পারবেন আপনার এই কাজটি কেমন হচ্ছে।

(৪) দুঃচিন্তাকে চ্যালেঞ্জ করুন—

দুশ্চিন্তা মানুষের মনোবল কে ভেঙে দিতে পারে। আমরা কোন সময় দুশ্চিন্তা করলে ভাবি এই বুঝি কোনো বাজে বিষয় ঘটতে চলেছে। এই দুশ্চিন্তা গুলোকে একটা তালিকা তৈরি করুন এবং চ্যালেঞ্জ করুন এদের মুখোমুখি হওয়ার।

(৫) গভীর শ্বাস নিন—

গভীর শ্বাস আমাদের মনকে শান্ত করতে পারে। যখন কোন প্রেজেন্টেশন শুরু করছেন তার আগে দুই বা তার বেশি বার গভীরভাবে শ্বাস নিতে থাকুন। দেখবেন এটি আপনার মনকে অনেকটাই শান্ত করবে এবং আপনার প্রেজেন্টেশন টাকে খুব সুন্দর ভাবে তুলে ধরবে।

About Author