Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একমাত্র মেয়ে সুহানা, মেয়ের প্রেমিকের জন্য কী কী শর্ত রাখলেন বাবা শাহরুখ?

২১ এ পা দিলেন ও শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে সুহানা খান। সুহানা একদম নিজের বাবা শাহরুখ খানের কার্বন কপি নাকি। এই কথা সর্বদা বলে এসেছে সুহানার মা গৌরী…

Avatar

By

২১ এ পা দিলেন ও শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে সুহানা খান। সুহানা একদম নিজের বাবা শাহরুখ খানের কার্বন কপি নাকি। এই কথা সর্বদা বলে এসেছে সুহানার মা গৌরী খান। গত কাল গৌরির আদুরে মেয়ের জন্মদিন ছিল। এই বছর শাহরুখ এবং গৌরীর কাছে নেই নেয়ে। মা বাবার থেকে অনেকটা দূরে পড়াশোনার জন্য অনেকটা দূরে রয়েছেন সুহানা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মা গৌরি খান শুভেচ্ছা জানিয়েছেন মেয়েকে। মেয়ের একটি ছবি  জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিলেন। লিখেছেন, ‘শুভ জন্মদিন।

অভিনয় নিয়ে নিজের পড়াশোনার কারণে এখন নিউ ইয়র্কে থাকছেন সুহানা। গতবছর লকডাউনে বাড়ি ফিরলেও ফের বিদেশে নিজের পড়াশোনার জন্য পাড়ি দিয়েছেন সুহানা। সুহানা এখনো সিনে ইন্ড্রাস্টিতে পা রাখেননি। পড়াশোনা শেষ করে সিনে জগতে পা রাখবেন। তবে এখন থেকে শাহরুখ কন্যার ফ্যান ফলোয়ার সংখ্যা দেখার মতো। এই স্টারকিড নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। প্রায়শই নানান মেজাজের নানান ফটোশুটের ছবি শেয়ার করেন। এখনো অভিনয় না করলে অনেক ম্যাগাজিনের হয়ে শাহরুখ তনয়া ফটোসেশান করে থাকেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুহানা তাঁর বাবা শাহরুখ খানের চোখের মনি। মেয়েকে চোখে হারায়। তবে মেয়ের জন্য কেমন পাত্র চান সে কি কারোর জানা আছে। তাঁর মেয়ের পেতে হলে সেই পাত্রকে অনেক কশরত করতে হবে একথা নিজেই বলেছেন শাহরুখ খান। ২০১৭ সালে কফি উইথ করণ নামের টক শোতে একবার আলিয়া ভাট ও শাহরুখ খানকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর সেখানেই মেয়ের পাত্র নিয়ে মন্তব্য করেছিলেন কিং খান।

সুহানার যে প্রেমিক হবে সেই ছেলেকে কিছু শর্ত মেনে চলতে হবে। সুহানার প্রেমিককে শাহরুখের তৈরী সাতটি নিয়ম মানতে হবে। প্রথমত সেই প্রেমিককে একটা ভালো চাকরি করতে হবে। দ্বিতীয়ত তাঁকে বুঝতে হবে যে সুহানার বাবা সবসময় সব জায়গায় আছি। তৃতীয়ত বুঝেই নিতে হবে শাহরুখ একেবারেই তাকে পছন্দ করে না। চতুর্থত একজন ভালো উকিলের সাথে তিনি যেন পরামর্শ করে নেয়। পঞ্চমত সুহানা কিং খানের রাজকন্যা তাই সেই প্রেমিকের ভালোবাসার রানী হয়।

ষষ্ঠত, শাহরুখ বলেন মেয়ের জন্য তিনি জেলে যেতে হলেও কোনো দ্বিধা বোধ করবেননা। আর সপ্তম ও শেষ হল সেই প্রেমিক যেন মনে রাখে সে তাঁর মেয়ের সাথে যা করবে তিনিও তার সাথে সেটা করতে পিছপা হবেননা। এই কথা শুনে অনেকেই অবাক হন। তবে শাজরুখ পরে বলেন, এসবের কোনোটাই হবে না। মেয়ে যদি কাউকে পছন্দ করে তাহলে তিনি তাকে মেনে নেবেন। যে সাতটি নিয়মের কথা তিনি বলেছেন তার পুরোটাই ইয়ার্কি। এসব বলে প্রেম আটকানো যায়না।

About Author