Copy অভিনেত্রী নিজের জীবন একটু আড়ালে রাখতে ভালোবাসেন। অন্যান নায়িকার মতো নিজের পার্সোনাল জীবনকে আড়ালে রাখতে বেশি ভালোবাসেন। এত দিন পর অভিনেত্রীর এহেন ছবি দেখে কেউ ট্রোল করেননি সকলেই প্রশংসা করেছেন। অভিনেত্রীকে সকলে পর্দাতে দেখা গিয়েছে। জানা গিয়েছে করোনা আবহে শ্যুটিং থেকে ছুটি নিয়ে এখন বেঙ্গালুরুতে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।#AnushkaShetty's Lockdown pics goes Viral. pic.twitter.com/r6SF65fHx5
— @Yeruvaka99 – Bujji (@Yeruvaka99) May 13, 2021
বেড়েছে ওজন, মেকআপ ছাড়া এক গাল হাসি নিয়ে বেজায় খুশি অভিনেত্রী অনুষ্কা
অনুষ্কা শেট্টি ২০০৫ সালে একটি তেলেগু ছবি সুপার দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর অভিনেত্রী অসংখ্য তেলুগু ছবিতে অভিনয় করে নিজের ঝুলিতে একাধিক পুরষ্কার পেয়েছেন। দক্ষিণী সিনেমাতে সুপারস্টার ছিলেন আগেই তবে আরো বেশি…

By

আরও পড়ুন